Cyber Scam News: সারা দেশে এবং বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে সাইবার জালিয়াতির সংখ্যা। অপরাধীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষকে ব্ল্যাকমেল করেন এবং অ্যাকাউন্ট থেকে টাকা লুট করেন। নানাভাবে এই জালিয়াতি হয়ে থাকে। কখনও ভুয়ো লিঙ্ক, কখনও হোয়াটসঅ্যাপে মেসেজ। এবারে গুজরাতে এমনই এক সাইবার জালিয়াতির শিকার হলেন এক বৃদ্ধা। অপরাধীরা তাঁর অ্যাকাউন্ট (Cyber Fraud) থেকে ৬০ লাখ টাকা লুট করে নেন এবং পরে তাঁকে মেসেজে লিখে পাঠান যে তারা খুবই দুঃখিত সেই মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে। অদ্ভুত এক সাইবার জালিয়াতির ঘটনা এভাবে প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যেই স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন সেই মহিলা।

আসল ঘটনাটি কী

সংবাদমাধ্যমে জানা গিয়েছে, ৬৫ বছর বয়সী এক মহিলা প্রীতি ওঝা ৩ জুলাই একটি কুরিয়ার সংস্থার নামে ফোন পান। ফোনটি ছিল IVR কল। তাঁকে বলা হয় যে পার্সেলের ভিতরে তাঁর পাসপোর্ট, ক্রেডিট কার্ড ইত্যাদি পাওয়া গেছে। এবং পাওয়া গেছে প্রয়োজনীয় ওষুধও। আর সেই কারণে এই মহিলার বিরুদ্ধে মুম্বই ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করা হয়েছে। ফোনের ওপারের ব্যক্তি (Cyber Fraud) নিজের নাম বলেন অর্জুন সিং নেগি। তিনি এই মহিলাকে অজয় বনসল নামে এক কনসালট্যান্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর ঐ মহিলা ভুয়ো ইনস্পেক্টর অজয় বনসলের সঙ্গে কথা বলেন। মহিলার থেকে তিনি অনেক তথ্য অজান্তেই জেনে নেন। ব্যাঙ্কের তথ্য, আধার ও প্যান কার্ডের নম্বর এবং অন্যান্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তিনি হোয়াটসঅ্যাপে সেই ভুয়ো ইনস্পেক্টরকে দেন।

এভাবে জানতে পারেন প্রতারণার কথা

এরপরে সেই মহিলা একজন তৃতীয় ব্যক্তির কাছ থেকে ফোন পান যিনি নিজেকে সিবিআই অফিসার হিসেবে পরিচয় দেন। এই ব্যক্তি বলেন যে টাকা তছরূপের ঘটনা এটা। এর সঙ্গে বিধায়ক ও মন্ত্রীর নাম জড়িত আছে। আর এরপরেই তাঁর অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা লুট করে নেওয়া হয়।

এই ঘটনার পর সেই মহিলাকে একটি মেসেজ করে জালিয়াতরা বলে, ‘আমরা দুঃখিত যে আমরা আপনার সঙ্গে জালিয়াতি করলাম, আপনার সব টাকা লুট করলাম।’ সেই মহিলা ইতিমধ্যেই থানায় মামলা দায়ের করেছেন এই সাইবার জালিয়াতির ঘটনার বিরুদ্ধে।

আরও পড়ুন: Stock Market: ফিউচার্স-অপশনই নয়, ৭০ শতাংশ বিনিয়োগকারী বাজারে টাকা হারান এভাবেও

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *