Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। জামাই কল্যাণময়ের পর পার্থর বিরুদ্ধে সাক্ষী আরও এক আত্মীয়। পার্থর বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারী। ‘অজান্তেই আমায় একটি সংস্থার ডিরেক্টর বানানো হয়’। ‘ওই সংস্থার নামেই পিংলার স্কুলের জন্য জমি কেনা হয়’। ‘কতটা জমি কেনা হচ্ছে, সে বিষয়ে আমায় জানানো হয়নি’। ‘টাকার লেনদেনের তথ্যও দেওয়া হত না’। ‘আমায় শুধু সই করতে বলা হত বিভিন্ন নথিতে’। ‘কল্যাণময়ের ওপর ভরসা করেই সই করে দিতাম’। নামেই সংস্থার ডিরেক্টর ছিলাম, বয়ান কৃষ্ণচন্দ্র অধিকারীর। ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিয়ে দাবি পার্থর আত্মীয়ের।
হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ
হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ। দুর্গতদের দেখতে গিয়ে পুলিশি হেনস্থার শিকার, অভিযোগ শুভেন্দু অধিকারীর। বেলগাছিয়ায় বিরোধী দলনেতাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বিজেপির প্রতিনিধি দলের। শাসক নেতাদের ঢুকতে দেওয়া হলেও বিরোধীদের বাধা কেন, প্রশ্ন বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের।