NOW READING:
সমালোচনার ঝড় সামলে তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা
July 31, 2024

সমালোচনার ঝড় সামলে তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা

সমালোচনার ঝড় সামলে তিরন্দাজিতে ব্যক্তিগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে দীপিকা
Listen to this article


প্যারিস: অলিম্পিক্সে তাঁকে ঘিরে সমালোচনার ঝড়। তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয়েছেন দীপিকা কুমারী (Deepika Kumari)। তারপর থেকেই কাঠগড়ায় তোলা হচ্ছে। কেরিয়ারের চতুর্থ অলিম্পিক্সে নেমেছেন বাংলার বধূ দীপিকা। যিনি বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন বাংলার তিরন্দাজ অতুন দাসের সঙ্গে। দুজনের ১৯ মাসের কন্যাসন্তানও রয়েছে।

তবে মহিলাদের ব্যক্তিগত বিভাগে সব সমালোচনার জবাব দিচ্ছেন দীপিকা। বুধবার নেদারল্যান্ডসের কুইন্টি রোফেনকে (Quinty Roeffen) ৬-২ সেটে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন দীপিকা। আগামীকাল, বৃহস্পতিবার প্রি কোয়ার্টার ফাইনালে খেলবেন তিনি।

আরও দেখুন



Source link