শঙ্খের আলোয়
সোমশুভ্র মুখোপাধ্যায় এত বেশি কথা বলো কেন? চুপ করোশব্দহীন হওশষ্পমূলে ঘিরে রাখো আদরের সম্পূর্ণ মর্মর এই কোলাহলে, উদ্দামতায়, প্রতি মুহূর্তের অনর্গল কথার ভিড়ে এভাবেই বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন কবি শঙ্খ ঘোষ। তাঁর কবিতা অনন্ত প্রবাহের মাঝে আশ্চর্য এক যতিচিহ্ণের মতো স্থির দাঁড়িয়ে থাকে। অবিচল। সময় গড়িয়ে যায়, শঙ্খ ঘোষের কবিতাও সময়ের অলিগলিতে ঘুরতে […]