INDIA Alliance: সোমবার এই ইস্যুতে ফের উত্তাল হতে চলেছে লোকসভা, তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস
রাজীব চক্রবর্তী: আসন বিন্যাস ইস্যুকে হাতিয়ার করে ফের ইন্ডিয়া জোটে তৃণমূলকে পাশে পেতে মরিয়া কংগ্রেস। এর জন্য তড়িঘড়ি সোমবার সকাল দশটায় ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কংগ্রেস। বিশেষভাবে আমন্ত্রণ জানানো হল তৃণমূলকেও। আসনবন্টন ইস্যুতে প্রতিবাদের রূপরেখা ঠিক করতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেন কংগ্রেসের লোকসভার ডেপুটি লিডার গৌরব গগৈ। কিরেন রিজিজুর সঙ্গেও যোগাযোগ করেছেন গৌরব গগৈ। এনিয়ে পৃথকভাবে স্পিকারকে চিঠি লিখে প্রতিবাদ জানাতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাংলাদেশিদের জন্য ‘বন্ধ’ হাসপাতালের দরজা! কলকাতায় আর মিলবে না পরিষেবা?
সোমবারও লোকসভা অধিবেশন চলার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিল। কারণ লোকসভায় সাংসদের আসন বিন্যাস। এনিয়ে বেজায় চটেছে তৃণমূল এবং কংগ্রেস। গত জুলাই মাসে স্পিকার অফিসের নির্দেশে দলীয় সাংসদদের আসন বিন্যাসের ক্রমিক সংখ্যা অনুযায়ী তালিকা তৈরি করে জমা দেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু, শনিবার সাংসদের আসন বিন্যাসের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভার দলনেতা হওয়া
সত্বেও তাঁর আসন সরিয়ে দেওয়া হয়েছে সমাজবাদী পার্টির সাংসদদের সামনে। অর্থাৎ তৃণমূলের অন্যান্য সাংসদরা বসবেন অন্য দলের (চিরাগ পাসোয়ান ও জিতনরাম মাজি) পিছনের সারিতে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিছনের সারিতে বসবেন সমাজবাদী পার্টির সাংসদরা।
আসন বিন্যাস নিয়ে সরকারে এই কাণ্ডে সোমবার থেকে তীব্র ক্ষোভ উগরে দেবে তৃণমূল, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই একই ইস্যুতে সোমবার লোকসভায় শোরগোল করতে চলেছে কংগ্রেস। তাতেই তৃণমূলকে পাশে পেতে চাইছে কংগ্রেস। সূত্রের খবর, নতুন লোকসভায় সামনের সারিতে বেশকিছু রদবদল করা হয়েছে। শাসক দল বিজেপি’র সর্বভারতীয় সভাপতিকে সামনের সারিতে বসার সুযোগ করে দিতে চাইছে সরকার। যার ফলে অন্যান্য দলের নেতা এবং সাংসদদের বসার আসন বিন্যাসে রদবদল করতে হয়েছে।
প্রসঙ্গত, সোমবার থেকে দুদিনের জন্য সংসদে ‘সংবিধান’ নিয়ে আলোচনা শুরু হতে চলেছে। গত কয়েকদিন অধিবেশন না চলায় সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে বিরোধীদের দাবি মেনে সংবিধান নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে সরকার। কিন্তু এরই মধ্যে এসে গিয়েছে আসন বিন্যাস বিতর্ক। যার ফলে সোমবার অধিবেশন সুষ্ঠুভাবে চলার নিয়ে সংশয় দেখা দিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)