<p><strong>প্রসেনজিৎ সাহা, আগরতলা (ত্রিপুরা) :</strong> বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় বাসে হামলা। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলার ঘটনা ঘটে। ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতামুখী বাসকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। অভিযোগ, বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি দেন বাংলাদেশিরা। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় ও ভারত বিরোধী মন্তব্য করা হয়। এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে সরব ত্রিপুরার পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী।</p>
<p><strong>কী ঘটনা ?</strong></p>
<p>আজ সকালে আগরতলা থেকে কলকাতার উদ্দেশে একটি বেসরকারি পরিবহনের বাস পরিষেবা শুরু হয়। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় বিশ্বরোডে বাস পৌঁছাতেই সেখানে একটি পণ্যবাহী ট্রাক গিয়ে বাসটিতে ধাক্কা দেয়। মন্ত্রীর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাসে ধাক্কা মারা হয়। একই সময়ে রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। অভিযোগ, তারপরেই বাসটিকে ঘিরে ধরেন সেখানকার লোকজন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারত-বিরোধী স্লোগান শুরু করেন। ভিতরে থাকা যাত্রীদের হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। যদিও পরবর্তী সময়ে সেটি নিছক একটি পথ দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হচ্ছে। </p>
Source link
বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতামুখী বাসে ধাক্কা পণ্যবাহী ট্রাকের, উদ্দেশ্যপ্রণোদিত ?
Read Time:1 Minute, 58 Second