NOW READING:
তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বাড়ি সিঁড়িতে প্যাকেট ঘিরে দেগঙ্গায় তোলপাড়
March 27, 2025

তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বাড়ি সিঁড়িতে প্যাকেট ঘিরে দেগঙ্গায় তোলপাড়

তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বাড়ি সিঁড়িতে প্যাকেট ঘিরে দেগঙ্গায় তোলপাড়
Listen to this article


ABP Ananda Live: তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বাড়ির সিঁড়িতে রাখা মিষ্টির বাক্সে তাজা বোমা। সাতসকালে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য। সকালে তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির দরজা খুলতেই সিঁড়ির ওপরে দেখা মেলে মিষ্টির বাক্সের। বাক্সের মধ্যেই গুছিয়ে রাখা ছিল ২ টি তাজা বোমা। দেগঙ্গার থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে।

 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,’শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন।’ বুধবার, OBC সার্টিফিকেটের প্রসঙ্গ টেনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ, তুষ্টিকরণ, সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুসলিম জনগোষ্ঠীকে বিপথে চালিত করেছেন, তাঁদের ভুল বুঝিয়েছেন, তাঁরা জেনারেল ক্য়াটিগরিতে তাঁদের যে শিক্ষিত যুবক-যুবতীরা আছে, মেধা নিয়ে লড়াই করতে পারত, যাদের মেধা আছে, শিক্ষা আছে, তাদেরকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ভোট ব্য়াঙ্কের রাজনীতির স্বার্থে ললিপপ ধরিয়েছিলেন। একটা বিশেষ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে, তাদের শিক্ষা, স্বাস্থ্য়, কর্মসংস্থান না দিয়ে, শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে, তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ।



Source link