NOW READING:
গণপিটুনিতে মৃত্যু মাছ ব্যবসায়ীর, দোষী সাব্যস্ত পানিহাটির TMC কাউন্সিলর
February 21, 2025

গণপিটুনিতে মৃত্যু মাছ ব্যবসায়ীর, দোষী সাব্যস্ত পানিহাটির TMC কাউন্সিলর

গণপিটুনিতে মৃত্যু মাছ ব্যবসায়ীর, দোষী সাব্যস্ত পানিহাটির TMC কাউন্সিলর
Listen to this article



<p><strong>সমীরণ পাল, পানিহাটি: </strong>পানিহাটিতে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে এবার দোষী সাব্যস্ত তৃণমূল কাউন্সিলর। দোষী সাব্যস্ত করা হল পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের TMC কাউন্সিলর তারক গুহ সহ ৫ জন। আগামী মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা।&nbsp;</p>
<p>প্রায় এক দশক আগে, উত্তর ২৪ পরগনা পানিহাটিতে, গণপিটুনিতে হত্য়ার মামলায় দোষী সাব্যস্ত করা হল পানিহাটি পুরসভার ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক গুহ। তাঁর ভাইপো নেপাল গুহ সহ মোট ৫ জনকে। মঙ্গলবার, দোষীদের সাজা ঘোষণা করবে ব্যারাকপুর মহকুমা আদালত। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব নিহত শম্ভু চক্রবর্তীর পরিবার। <br /><br />২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুজোর সময়, পানিহাটির গাঁধীনগর এলাকায় পাড়ার ক্লাব থেকে মোবাইল ও টাকা চুরির সন্দেহে এলাকারই এক মাছ ব্যবসায়ী শম্ভু চক্রবর্তীকে মণ্ডপে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। তৃণমূল নেতা তারক গুহর নেতৃত্বে সেই ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় শম্ভু চক্রবর্তীর। পরিবারের পক্ষ থেকে খড়দহ থানায় অভিযোগ দায়ের করা হয়।দোষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০২, ১৪৩, ১৪৯ ও ১১৪ নং ধারায় মামলা হয়। সেই মামলায়, মোট ১০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার মধ্যে, ফেরার হয়ে যায় ২ জন। বিচার হয় ৮ জনের। বেকসুর খালাস করা হয় ৩ জনকে।&nbsp; শুক্রবার, বাকি ৫ জনকে দোষী সাব্যস্ত করল ব্যারাকপুর মহকুমা আদালত।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>
<p>২০১৪ সালের অভিযুক্ত তৃণমূল নেতা তারক গুহ ২০২২ সালে তৃণমূল কাউন্সিলর হন। মঙ্গলবার এই মামলার সাজা ঘোষণা। নিহত শম্ভু চক্রবর্তীর ছেলে বলেন, "মামলা থেকে বেছে বেছে তৃণমূল কাউন্সিলর ও তাঁর ভাইপোর নাম তুলে নেওয়ার জন্য ইতিমধ্যেই ১৬ লাখ টাকার প্রলোভনও দেওয়া হয়েছে তাঁদের।” পানিহাটি পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতা মলয় রায় বলেন, "২০১৪ সালের পর তখন আমাদের, তারক গুহ আমাদের কাউন্সিলর ছিলেন না। ২০২২ সালে, তারক গুহ কাউন্সিলর নির্বাচিত হন। আমরা খতিয়ে দেখছি কী ব্যাপার।”</p>
<p><strong>আরও পড়ুন: <a title="NRS New Notification: বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, NRS-এ চালু হচ্ছে হাজিরার নতুন নিয়ম" href="https://bengali.abplive.com/district/kolkata-nrs-new-notification-strict-measures-to-prevent-outside-entry-1121602" target="_self">NRS New Notification: বহিরাগত প্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, NRS-এ চালু হচ্ছে হাজিরার নতুন নিয়ম</a></strong></p>



Source link