<p><strong>পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:</strong> প্রতিদিনই টিফিনে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ পেতেই আচমকা স্কুলে হানা দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। গিয়ে দেখলেন বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যালয় উপস্থিত রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা। তাঁদের সাফাই অতিরিক্ত গরমের কারণে আজ ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে।</p>
<p><strong>’বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই ছুটি, ছাত্র-ছাত্রীদের পাঠানো হল&nbsp; বাড়ি..'</strong></p>
<p>বাঁকুড়ার তালডাংরার আসনা জুনিয়র হাইস্কুলে প্রায় প্রতিদিনই মিড ডে মিলের পর ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা। এই অভিযোগের খবর পৌঁছায় বাঁকুড়া জেলার সভাধিপতি অনসূয়া রায়ের কাছে। আজ দুপুরে সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকাই বিদ্যালয়ে উপস্থিত হন সভাধিপতি। গিয়ে দেখেন মিড ডে মিল হওয়ার পরেই স্কুল ছুটি হয়ে গিয়েছে।</p>
<p><strong>’স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে-ঘাটে খেলাধুলা করবে এটাই চাইছেন আপনারা'</strong></p>
<p>বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন। তখন তিনি বিদ্যালয় থেকেই তালডাংরার বিডিও ও তালডাংরার এসআইকে বিষয়টি ফোনে জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ধমকে সুরে বলতে শোনা যায়,’ আপনাদের ছেলে মেয়েরা ভাল স্কুলে পড়াশোনা করবে, আর এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে-ঘাটে খেলাধুলা করবে এটাই চাইছেন আপনারা। ‘</p>
<p><strong> বিডিওকে অভিযোগ</strong></p>
<p>জেলা সভাপতি অনসূয়া রায় বলেন, বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুল টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে। অভিযোগ পেতেই স্কুলে এসে দেখা গেল কোনও ছুটি। দুজন শিক্ষক-শিক্ষিকা বসে রয়েছেন। এভাবে স্কুল চলতে থাকলে এলাকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে তিনি অভিযোগ করেন। সমস্ত বিষয়টি তিনি বিডিওকে জানিয়েছেন বলে তিনি জানান।</p>
<p><strong>টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার, কী দাবি ?</strong></p>
<p>বিদ্যালয় টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষিকা দীপান্বিতা দুবের সাফাই, আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয়ে। তাই অতিরিক্ত গরমের কারণে মিড ডে মিলের পর ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে। প্রতিদিনই টিফিনের পর বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে তিনি জানান।&nbsp;&nbsp;</p>
<p>আরও পড়ুন, <a title="নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী?" href="https://bengali.abplive.com/district/west-bengal-news-live-kolkata-news-26-july-tmc-bjp-west-bengal-district-news-mamata-banerjee-suvendu-adhikari-nishikant-dubey-seprate-union-terrytory-jadavpur-university-bangla-news-1084808" target="_self">নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722041330435000&amp;usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>
<div class="adL">&nbsp;</div>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *