NOW READING:
Anadaman Cellular Jail: আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি! জানিয়ে দিল কেন্দ্র…
March 28, 2025

Anadaman Cellular Jail: আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি! জানিয়ে দিল কেন্দ্র…

Anadaman Cellular Jail: আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি! জানিয়ে দিল কেন্দ্র…
Listen to this article


রাজীব চক্রবর্তী: আন্দামান সেলুলার জেল এখনও জাতীয় সৌধ নয়! তাই বাঙালির স্বাধীনতা আন্দোলনের উল্লেখযোগ্য ইতিহাস সত্ত্বেও আন্দামান সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি!  রাজ্যসভায় জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার।

স্বাধীনতার ইতিহাসে ব্রিটিশ লেখকদের রেখে যাওয়া তথ্য অনুযায়ী আন্দামানের সেলুলার জেলে সবচেয়ে নৃশংস অত্যাচার হয়েছিল। যে বাঙালি বিপ্লবীর উপর সীমাহীন অত্যাচার চলেছিল, তাঁর নাম উল্লাস কর দত্ত।  আন্দামানের সেই কুখ্যাত সেলুলার জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছিলেন একমাত্র বাঙালি বিপ্লবী বারীন ঘোষ। বুড়িবালামের যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। এই উল্লাস কর দত্ত, বারীন ঘোষের মতো বাঙালি বিপ্লবী যাদের বীরগাঁথা সেলুলার জেলজুড়ে রয়েছে, তাঁদের মূর্তি জেলে বসবে না বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে একথা জানিয়েছে কেন্দ্র। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News 

গত ১৩ ফেব্রুয়ারি প্রথম সংসদে একটি প্রশ্নে ঋতব্রত জানতে চেয়েছিলেন, আন্দামান সেলুলার জেলে অবিভক্ত বাংলার কত জন বিপ্লবী ছিলেন?  উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ৫৮৫ জন বিপ্লবী বন্দির মধ্যে ৩৯৮ জন ছিলেন অবিভক্ত বাংলার। এরপর গত  ১৩ মার্চ ঋতব্রত আবার প্রশ্ন করেন, আন্দামান সেলুলার জেল ন্যাশনাল জাতীয় সৌধ হিসেবে গণ্য হয় কিনা? উত্তরে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্দামান সেলুলার জেল এখনও ন্যাশনাল মনুমেন্টস নয়। এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নেই এই ঐতিহাসিক জেল। 

এরপর ২৭ মার্চ ঋতব্রত আবার জানতে চান, আন্দামানের সেলুলার জেলে স্বাধীনতা যুদ্ধের দুই বাঙালি বিপ্লবী উল্লাস কর দত্ত এবং বারীন ঘোষের আবক্ষ মূর্তি বসানোর কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আছে কিনা ? জবাবে মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই। আর তারপরই এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন,  বাঙালিকে সবরকম ভাবেই বঞ্চনা করা হচ্ছে। একদিকে কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনা, অন্যদিকে স্বাধীনতার ইতিহাসে বাঙালির গৌরবোজ্জ্বল ভূমিকাকে অস্বীকার করা হচ্ছে। যার প্রকৃষ্ট উদাহরণ আন্দামানের সেলুলার জেল। 

আরও পড়ুন, Patuli Incident: কথায় কথায় ‘জয় জগন্নাথ’! মা ‘ভক্ত’ ছেলে-ই মায়ের ‘খুনি’! মেরে পুড়িয়ে দেয় বৃদ্ধাকে…

আরও পড়ুন, UP man gets wife married to her lover: ‘মেরঠের মতো খুন হতে চাইনি!’ কেন প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্ত্রীর? স্বামী জানালেন আসল কারণ…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link