জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে মঙ্গলবার, আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ২১ নম্বর ম্যাচে অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মুখোমুখি হয়েছে ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টস (LSG)। রাহানে টস জিতে ঋষভদের ব্যাট করতে পাঠিয়ে ছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ব্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে অবদান রাখলেন আইডেন মাক্রম (Aiden Markram) (২৮ বলে ৪৭), মিচেল মার্শ (Mitchell Marsh) (৪৮ বলে ৮১) ও নিকোলাস পুরান (Nicholas Pooran) (৩৬ বলে অপরাজিত ৮৭)।
আরও পড়ুন: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই
চলতি আইপিএলে পুরান রয়েছেন স্বপ্নের ফর্মে। পুরান এদিন ৭ চার ও ৮ ছক্কায় ২৪১.৬৬-এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন, আরও একটি অর্ধ-শতকের ইনিংসে লখনউয়ের হৃদয় জিতলেন। আর এদিনই ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার আইপিএলে ২০০০ রান পূর্ণ করে ফেললেন। এদিন আইপিএল কেরিয়ারের ৮১ নম্বর ম্যাচের ৭৮ তম ইনিংসে পুরান দু’হাজারি হলেন। বাঁহাতি মারকুটে ব্যাটার ৩৪.৮৩ গড়ে ২০৫৫ রান করেছেন। তাঁর স্ট্রাইক-রেট ১৬৭.৯৪। বল ফেস করার দিক থেকে বিচার করলে, পুরান আইপিএলে দ্বিতীয় দ্রুততম ২০০০ রান করলেন। মাত্র ১,১৯৮ বল খেলেছেন তিনি। পুরানের আগে রয়েছেন তাঁর স্বদেশীয় আন্দ্রে রাসেল। কেকেআরের মহাতারকা ১১২০ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন অতীতে। পুরান বর্তমানে আইপিএল ২০২৫-এর জন্য অরেঞ্জ কাপের মালিক। ৫ ম্যাচে তাঁর ২৮৮ রান করা হয়ে গেল। তিনটি অর্ধশতক এসে গিয়েছে তাঁর।
লখনউ যখন আইপিএল নিলামের আগে পুরানকে ২১ কোটি টাকায় ধরে রেখেছিল, তখন অনেকেই ভেবেছিলেন যে, সে কী আদৌ এই বিরাট মূল্যের যোগ্য? তাঁকে বিরাট কোহলির মতোই বেতন দেওয়া হয়েছে। এবং শুধুমাত্র হেনরিখ ক্লাসেন এগিয়ে থাকবেন। তিনি ২৩ কোটি টাকা নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ থেকে। এত টাকায় লখনউয়ে পুরানকে দেখে যাঁদের ভ্রু কুঁচকে গিয়েছিল, তাঁদেরই মুখ বন্ধ করে দিয়েছেন পুরান।
আরও পড়ুন: কেন এই শহরই পেল মহারণের গুরুদায়িত্ব! কোন নিয়মে বাছা হল ফাইনালের ভেন্যু?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)