<p>ABP Ananda Live: আজ নবমী। জগদ্ধাত্রী পুজোয় সেজে উঠেছে কৃষ্ণনগর থেকে চন্দননগর। চারিদিকে শুধুই আলোর রোশনাই। চন্দননগরের বাগবাজার সর্বজনীনের জগদ্ধাত্রী পুজোয় সাবেকি প্রতিমার ডাকের সাজ। প্রতিমা ও আলোকসজ্জা দেখতে দূর-দূরান্ত থেকে এসেছেন অনেকে। এরই মধ্যে তুমুল অশান্তি চন্দননগরের এক ক্লাবে। জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরের তালপুকুরে ২ পুজো কমিটির বিবাদ। তালপুকুর ধার ও তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির বিবাদ বাধে। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ভোগ দিতে বাধা ও হেনস্থার অভিযোগ। প্রতিবাদে মণ্ডপ ও রাস্তার আলো নিভিয়ে বিক্ষোভ ক্লাব সদস্যদের। রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে প্রতিবাদ তালপুকুর ধার পুজো কমিটির সদস্যদের। অভিযোগ উড়িয়ে পাল্টা ক্লাব কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তৃণমূল কাউন্সিলরের। তালপুকুর শিশু উদ্যান পুজো কমিটির গেট আটকে রাখার অভিযোগ। অন্যদিকে, নবমীর দিন লেক কালীবাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা হল। সকাল থেকে ভক্তদের ঢল। এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়। লেক কালীবাড়ির পুজো এবার ১৫ বছরে পড়ল। </p>
Source link
আচমকা চন্দননগরের মণ্ডপে নিভল সব আলো, জগদ্ধাত্রী পুজোয় এ কী ঘটল?
Read Time:1 Minute, 49 Second