বর্ষবরণের রাতে আইনজীবীর উপর চলল ‘গুলি’, পুলিশ পৌঁছতেই উধাও ‘মাটি মাফিয়ারা’ !
<p><strong>প্রদ্যোৎ সরকার, নদিয়া :</strong> আইনজীবীর উপর গুলি চালিয়ে ‘খুন’ করার চক্রান্ত চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কোতয়ালী থানার পুলিশ। বছরের শেষদিনেই দিনে দুপুরে অস্ত্র-সহকারে এক আইনজীবীর ওপর গুলি চালিয়ে ‘খুন’ করার চক্রান্তের ঘটনা ঘটেছে কৃষ্ণনগর কোতয়ালী থানার অন্তর্গত পানিনালা এলাকায়। ঘটনাস্থল থেকেই পুলিশ অস্ত্র-সহ বিজয় ঘোষকে গ্রেফতার করেছে। অন্য অপরাধী বিশ্বজিৎ ঘোষ মঙ্গল ঘোষ সহ অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা পলাতক। বাকিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।</p>
<p>উল্লেখ্য এদিন পেশায় আইনজীবী সুমন ঘোষ, তাঁর বাবা এবং এলাকার অভিভাবক-সম ব্যক্তিদের নিয়ে নিজের জমির মাপ জোপের কাজ করছিল। অভিযোগ ,এই দুষ্কৃতীদল অস্ত্র এবং এক ব্যাগ বোম নিয়ে ঘটনাস্থলে আসে। কিছু বুঝে ওঠার আগেই কার্যত গায়ের জোরে জমি দখলের চেষ্টা করে। দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে করে উক্ত আইনজীবী এবং তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনায় হতচকিত হয়ে, উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় কোনওক্রমে পালিয়ে বাঁচে তাঁরা।</p>
<p>পুলিশ ঘটনা জানতে পেরে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে আসে।বাকিরা পালিয়ে গেলেও বিজয় ঘোষকে ধরে ফেলে এবং তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। কিন্তু কোথায় গেল বোমা ? আইনজীবী সূত্রে জানা গিয়েছে, দু-তিন রাউন্ডগুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এদিনই ঘটনার বিবরণ দিয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগে দায়ের করেছে আক্রান্ত আইনজীবী।</p>
<p>আরও পড়ুন, <a title="খাওয়া হল না পিকনিক, বর্ষবরণের রাতে উত্তরপাড়ার TMC কর্মীকে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা !" href="https://bengali.abplive.com/district/hooghly/hooghly-news-uttarpara-tmc-leader-admitted-in-rg-kar-due-to-attacked-by-goons-on-new-year-1113232" target="_self">খাওয়া হল না পিকনিক, বর্ষবরণের রাতে উত্তরপাড়ার TMC কর্মীকে হাসপাতালে পাঠাল দুষ্কৃতীরা !</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1712624090067000&usg=AOvVaw3d1Lgz3-QWw9qfNSIkvXul">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
Source link