কলকাতা: আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ তাঁরই জামাই! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় ‘রাজসাক্ষী’ পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য।
ইডি সূত্রে খবর, বিচারপ্রক্রিয়া চলাকালীন রাজসাক্ষী হতে চেয়ে আবেদন পার্থর জামাইয়ের। ব্যাঙ্কশাল আদালতে ইডির স্পেশাল কোর্টে আবেদন কল্যাণময় ভট্টাচার্যর। কীভাবে দুর্নীতি হয়েছে, কোথায় গিয়েছে দুর্নীতির টাকা কোর্টকে জানাতে চেয়ে আবেদন করা হয়েছে। কোনও চাপ নেই, সদিচ্ছায় কোর্টকে জানাতে চান পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাই। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘রাজসাক্ষী’ কল্যাণময়র বয়ান রেকর্ড হবে। রাজসাক্ষী হওয়ার কোনও রাড়তি সুবিধা পাবেন না কল্যাণময় ভট্টাচার্য।
আরও পড়ুন, ‘পুরভোটে হারিয়েছিলাম, বিধানসভা ভোটেও হারাব’, শুভেন্দুর নিশানায় তাপসী !
আরও দেখুন
+ There are no comments
Add yours