NOW READING:
খোঁজ মিলছে না প্রিয় বিড়াল ‘হুলোর’, নাওয়া-খাওয়া বন্ধ করে তল্লাশি;পুরস্কার ঘোষণা-মাইকেও প্রচার
January 2, 2025

খোঁজ মিলছে না প্রিয় বিড়াল ‘হুলোর’, নাওয়া-খাওয়া বন্ধ করে তল্লাশি;পুরস্কার ঘোষণা-মাইকেও প্রচার

খোঁজ মিলছে না প্রিয় বিড়াল ‘হুলোর’, নাওয়া-খাওয়া বন্ধ করে তল্লাশি;পুরস্কার ঘোষণা-মাইকেও প্রচার
Listen to this article



<p><strong>সুজিত মণ্ডল, বীরনগর (নদিয়া) :</strong> পোষ্য নিয়ে কমবেশি সকলেরই আবেগ থাকে। অনেকের জীবনেই সময়ে-অসময়ের সঙ্গী হয়ে ওঠে বাড়ির পোষা বিড়াল বা কুকুর। সেই পোষ্য হারিয়ে গেলে মন কেঁদে ওঠে বৈকি ! প্রিয় বিড়াল হুলোকে হারিয়ে ফেলেছেন নদিয়ার বীরনগরের নির্মল বিশ্বাস। যা নিয়ে বেজায় মন খারাপ তাঁর। খুঁজে না পেয়ে কার্যত নাওয়া-খাওয়া বন্ধ নির্মল বাবুর। তাই প্রিয় হুলোকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছেন তিনি। দশ হাজার টাকা পুরস্কার দেবেন। নিখোঁজ বিড়ালের সন্ধান পেতে মাইকে প্রচারও করছেন দিনরাত। ঘটনাটি নদিয়ার বীরনগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমরজিৎ পল্লি এলাকার।</p>
<p>পেশায় ফল বিক্রেতা নির্মল বিশ্বাস। তিনি বরাবরই পশু-প্রেমী। সারাদিনে যা আয় হয় তার সিংহভাগ ব্যয় করেন সারমেয় ও বিড়ালদের পিছনে। অসুস্থ সারমেয় অথবা বিড়াল রাস্তাঘাটে অসুস্থ হয়ে পড়ে থাকলে, তাদের সেবা করাই তাঁর অন্যতম প্রধান কাজ। নিজের এক চিলতে টিনের ঘরে আটটি বিড়াল ও বেশ কয়েকটি সারমেয় বাচ্চাকে নিয়ে তাঁর সংসার। এক একটি বিড়ালের একেকটি নাম। তিনি যখনই তাদের ডাকেন, যে যেখানে থাকে ছুটে চলে আসে নির্মল বাবুর কাছে।&nbsp;</p>
<p>দিন পনেরো আগে তিনি কাজের সূত্রে কলকাতায় গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে অনেক ডাকাডাকি করলেও, আদরের পোশ্য আর ঘরে ফেরেনি। ছোট ছেলে মোটর বাইক দুর্ঘটনায় মারা যাওয়ার পর হুলোকেই তিনি ‘সন্তান’ স্নেহে মানুষ করতেন। তার জন্য রয়েছে আলাদা খাট। প্রতিদিন একটি করে মাছ ও এক পোয়া দুধ তার জন্য বরাদ্দ। বাড়ির উঠোনেই চৌবাচ্চা করে তাতে মাছ চাষ করছেন বিড়ালদের মাছ খাওয়ানোর জন্য। বাড়ির এই আদরের হুলো হারিয়ে যাওয়াতে মন খারাপ পরিবারের সকলের। দিনরাত চোখের জল ফেলে টোটো নিয়ে মাইকে প্রচার করে বীরনগরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি। টানা ১৫ দিন দু&rsquo;মুঠো ভাত মুখে তোলেননি। যতদিন তিনি তাঁর আদরের পোশ্যকে না পাবেন, ততদিন এভাবেই দিন কাটাবেন নির্মল বাবু।</p>
<p>তাঁর এই পশুপ্রেম দেখে সকলেই হতবাক। বীরনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দচন্দ্র পোদ্দার বলেন, নির্মল বিশ্বাস মন থেকে ভালবাসেন পশুদের। মধ্যবিত্তের সংসারে তাঁর দৈনিক আয়ের সিংহভাগ ব্যয় করেন পশুদের জন্য। অবিলম্বে তাঁর পোষ্যকে ফিরে পাক।</p>
<p><strong><u><em>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a></em></u></strong></p>



Source link