মুম্বইয়ে যুবতীকে ধর্ষণ, গোপনাঙ্গে ব্লেড-পাথর ! গ্রেফতার অটোচালক
<p><strong>মুম্বই:</strong> যুবতীকে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ে। ধর্ষিতার গোপনাঙ্গে অস্ত্রোপচারের ব্লেড আর পাথর প্রবেশ করানোর অভিযোগ ! ভয়াবহ ঘটনা মুম্বইয়ে। মুম্বই পুলিশ সূত্রে খবর, ধর্ষণের অপরাধে গ্রেফতার করা হয়েছে এক অটোচালককে। </p>
<p>মুম্বই পুলিশ সূত্রে খবর, বছর ২০ এর যুবতীকে অটোরিকশায় করে আনছিল চালক। পথেই ওই যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে একটি মন্দিরে নিয়ে এসে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত ওই অটোচালক। এরপর ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে, তাঁর শরীর থেকে বের করা হয় অস্ত্রোপচারের ব্লেড আর পাথর ।</p>
<p>এই ঘটনায় ডিসিপি স্মিতা পাটিল বলেন, ধর্ষণের এই মামলাটি ওই অটোচালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে হেফাজতে আনা হয়েছে বলে খবর। শুরু হয়েছে তদন্ত। সূত্র মারফত খবর, নির্যাতিতা মুম্বইয়েরই বাসিন্দা। তিনি ওই অভিযুক্ত অটোচালকের সঙ্গে মুম্বইয়ের সমুদ্র সৈকতে গিয়েছিলেন। পরিকল্পনা ছিল, একসঙ্গে রাত কাটাবেন। কিন্তু এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অটোচালক, ওই যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ।</p>
<p>আরও পড়ুন, <a title="মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী" href="https://bengali.abplive.com/news/mahakumbh-20" target="_self">মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস নিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী</a></p>
<p> </p>
<p> </p>
Source link