Sheikh Hasina News: বাংলাদেশে (Bangladesh News) তত্ত্বাবধায়ক সরকারের মুখে শুরুতেই চ্যালেঞ্জ। মহম্মদ ইউনূস (Muhammad Yunus) পড়লেন মহা ফাঁপরে। ছাত্র বিক্ষোভে হাসিনার (Sheikh Hasina) গদি উল্টাতেই দুরন্ত গতি নিল মুদ্রাস্ফীতির হার। পরিসংখ্যান বলছে, জুলাইতে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছে মুদ্রাস্ফীতির হার।
আরও দামি জিনিসপত্রের দাম
বাংলাদেশে মুদ্রাস্ফীতি জুলাই মাসে 11.66 শতাংশে উঠে গিয়েছে , যা 13 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রধানত খাদ্যের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই ঘোষণা করেছে।তথ্যে দেখা যাচ্ছে, জুন মাসে এটি ছিল 9.72 শতাংশ। জুলাই মাসে খাদ্য মুদ্রাস্ফীতি 14.10 শতাংশ বেড়েছে, যা অন্তত এক দশকের মধ্যে সর্বোচ্চ। বিবিএস অনুসারে জুনে সোমবার ঘোষণা করা হয়েছে, খাদ্য বিবিএস ছিল 10.42 শতাংশ।
কী বলছে সংবাদ সংস্থা
সিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যবহির্ভূত পণ্যের বিবিএস জুনে ৯.১৫ শতাংশ থেকে জুলাই মাসে বেড়ে ৯.৬৮ শতাংশে দাঁড়িয়েছে। 2023-24 অর্থবছরে (জুলাই 2023-জুন 2024) দেশের গড় মূল্যস্ফীতি 9.73 শতাংশে উন্নীত হয়েছে, যা সেই অর্থবছরের 7.5 শতাংশ বাজেটের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। আগের 2022-23 অর্থবছরে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 9.02 শতাংশ।
কী কারণে বাংলাদেশে এই অবস্থা
শেখ হাসিনা গতি ছাড়তেই গত সপ্তাহেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকরা গড়া হয়। যাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন মহম্মদ । বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে হোসেন বলেন, “এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভাবুক, ভারত বাংলাদেশের ভাল বন্ধু। আমরা সেটা চাই, আমরা এই সম্পর্কটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখতে চাই, এব্যাপারে ভারত আমাদের সহযোগিতা করছে। ”
হাসিনা কি ফের ফিরবেন বাংলাদেশে
উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। জাতীর উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কায় সেই সুযোগটাও দেওয়া হয়নি তাঁকে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েছে।
কী কারণে বাংলাদেশে এই অস্থির অবস্থা
সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে তোলপাড় হয়ে ওঠে বাংলাদেশ। এই আন্দোলন হিংসাত্বক রূপ নিলে পুলিশ ও আর্মি কড়া ব্যবস্থা নেয়। সংঘর্ষ পাল্টা সংঘর্ষে প্রচুর মানুষের প্রাণ যায়। যার পর হাসিনার পদত্যাগের দাবি তুলে গণভবনের দিকে যায় দেশের মানুষ। যারপরই আর্মির হাতে দেশ ছেড়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা।
আরও পড়ুন : Rahul Gandhi Stocks: মোদির রাজ্যে ‘রাজা’ রাহুল ? ৫ মাসে ৪৭ লাখ টাকা লাভ বাজারে !
আরও দেখুন