Mohun Bagan: এএফসি অভিযানেই হোঁচট সবুজ-মেরুনের, গ্যালারি থেকে মোলিনা শুনলেন ‘গো ব্যাক’ স্লোগান!

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সঙ্গেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two Draw Announced) খেলতে নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan Super Giant)| 

আরও পড়ুন:  Sourav Ganguly: আরজি কর কাণ্ডে কুরুচিকর আক্রমণ! ইউটিউবারের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ সৌরভ…

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ ‘এ’-তে কাতারের আল ওয়াকরাহ এসসি (Al-Wakrah SC), ইরানের ট্রাক্টর এফসি (Tractor FC) ও তাজাকিস্তানের এফসি রাভশানের (FC Ravshan) সঙ্গে রয়েছে সবুজ-মেরুন| বুধবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রাভশানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করল মোহনবাগান|

প্রথমার্ধে মোহনবাগানের খেলা ছিল একেবারেই নিষ্প্রভ| আক্রমণাত্মক ফুটবল শব্দটাই অভিধান থেকে মুছে গিয়েছিল যেন! উল্টোদিকে রাভশানের ফুটবল ছিল দৃষ্টিনন্দন| তারা পাসিং ফুটবল খেলল, সুযোগ বুঝে দূরপাল্লার শটও নিল| খেলার ২১ মিনিট থেকে ২৯ মিনিটের বেশ কিছু ঘটনা ঘটল| দীপেন্দু বিশ্বাস ও আশিস রাই ফাউল করে হলুদ কার্ড দেখলেন| বিশাল কাইথ ঝাঁপিয়ে পড়ে রাভশান অধিনায়ক মহম্মদ রহিমভের গোল বাঁচিয়ে দিলেন| এই শটে নাহলে গোল হয়ে যেতে পারত|

দেখতে গেলে ফরোয়ার্ডে দিমিত্রি-কামিন্স যেন নিজেদের ছায়া হয়ে বিচরণ করলেন! মানবীরও কোনও ছাপ রাখলেন না| মাঝমাঠে থাপা-সামাদ-টাংরিরা ওই মন্দের ভালো| রাভশানের ইউক্রেনিয়ান গোলকিপার ইয়েভেন রিটসেঙ্কোকে দেখে মনে হচ্ছিল তিনি মাঠে যেন ঘুমিয়ে না পড়েন! কারণ তাঁর সেঅর্থে তে-কাঠির নীচে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনও ভূমিকাই ছিল না! 

দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন কিন্তু তুলনামূলক অনেক ভালো খেলল| দেখতে গেলে রাভশান মোটেই ভালো দল নয়| তাদের প্রচুর ফাঁকফোঁকড় ছিল, প্রথমার্ধে মোহনবাগান সেটা কাজে লাগাতে পারলে হয়তো গোলটা চলে আসত| ৬২ মিনিটে থাপাকে তুলে আপুইয়া ও সামাদকে তুলে কোলাসোকে নামিয়ে খেলার গতিটা বাড়াতে চেয়েছিলেন হোসে মোলিনা| দিমিত্রিও যেন সেই পুরনো ঝলক দেখালেন বেশ কয়েকবার| গ্রেগ স্টুয়ার্টের শট দিমির পায়ে লেগে গোল হয়ে গিয়েছিল ৮৮ মিনিটে| অফসাইড নাহলে মোহনবাগান জিতেই মাঠ ছাড়তে পারত|. প্রথমার্ধে মোহনবাগান যদি বিরতির পরের খেলাটা খেলতে পারত তাহলে প্রায় ১৯ হাজার দর্শক হাসি মুখে ঘরে ফিরতে পারতেন| আগামী

 ২ তারিখ মোহনবাগান ট্রাক্টরের বিরুদ্ধে খেলবে| যারা নিঃসন্দেহে দুর্দান্ত দল| ফলে মোলিনাকে অনেকটাই হোম ওয়ার্ক সেরে নামতে হবে| খেলার পর মোহন জনতা মোলিনা গো ব্যাক স্লোগান তুলতে শুরু করলেন| কারণ ডুরান্ড ফাইনাল নিয়ে এদিনের ম্যাচ ধরে তাঁর টিম তিন ম্যাচে জয়ের মুখ দেখল না|

আরও পড়ুন:  Kolkata 25K: শহরে বিশ্বের ধনীতম আন্তর্জাতিক দৌড়, অভাবনীয় পুরস্কারমূল্য ! নাম নথিভুক্ত করিয়েছেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours