জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024-25) সঙ্গেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু (AFC Champions League Two Draw Announced) খেলতে নেমে পড়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan Super Giant)| 

আরও পড়ুন:  Sourav Ganguly: আরজি কর কাণ্ডে কুরুচিকর আক্রমণ! ইউটিউবারের বিরুদ্ধে পুলিসের দ্বারস্থ সৌরভ…

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ ‘এ’-তে কাতারের আল ওয়াকরাহ এসসি (Al-Wakrah SC), ইরানের ট্রাক্টর এফসি (Tractor FC) ও তাজাকিস্তানের এফসি রাভশানের (FC Ravshan) সঙ্গে রয়েছে সবুজ-মেরুন| বুধবার সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে রাভশানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করল মোহনবাগান|

প্রথমার্ধে মোহনবাগানের খেলা ছিল একেবারেই নিষ্প্রভ| আক্রমণাত্মক ফুটবল শব্দটাই অভিধান থেকে মুছে গিয়েছিল যেন! উল্টোদিকে রাভশানের ফুটবল ছিল দৃষ্টিনন্দন| তারা পাসিং ফুটবল খেলল, সুযোগ বুঝে দূরপাল্লার শটও নিল| খেলার ২১ মিনিট থেকে ২৯ মিনিটের বেশ কিছু ঘটনা ঘটল| দীপেন্দু বিশ্বাস ও আশিস রাই ফাউল করে হলুদ কার্ড দেখলেন| বিশাল কাইথ ঝাঁপিয়ে পড়ে রাভশান অধিনায়ক মহম্মদ রহিমভের গোল বাঁচিয়ে দিলেন| এই শটে নাহলে গোল হয়ে যেতে পারত|

দেখতে গেলে ফরোয়ার্ডে দিমিত্রি-কামিন্স যেন নিজেদের ছায়া হয়ে বিচরণ করলেন! মানবীরও কোনও ছাপ রাখলেন না| মাঝমাঠে থাপা-সামাদ-টাংরিরা ওই মন্দের ভালো| রাভশানের ইউক্রেনিয়ান গোলকিপার ইয়েভেন রিটসেঙ্কোকে দেখে মনে হচ্ছিল তিনি মাঠে যেন ঘুমিয়ে না পড়েন! কারণ তাঁর সেঅর্থে তে-কাঠির নীচে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনও ভূমিকাই ছিল না! 

দ্বিতীয়ার্ধে সবুজ-মেরুন কিন্তু তুলনামূলক অনেক ভালো খেলল| দেখতে গেলে রাভশান মোটেই ভালো দল নয়| তাদের প্রচুর ফাঁকফোঁকড় ছিল, প্রথমার্ধে মোহনবাগান সেটা কাজে লাগাতে পারলে হয়তো গোলটা চলে আসত| ৬২ মিনিটে থাপাকে তুলে আপুইয়া ও সামাদকে তুলে কোলাসোকে নামিয়ে খেলার গতিটা বাড়াতে চেয়েছিলেন হোসে মোলিনা| দিমিত্রিও যেন সেই পুরনো ঝলক দেখালেন বেশ কয়েকবার| গ্রেগ স্টুয়ার্টের শট দিমির পায়ে লেগে গোল হয়ে গিয়েছিল ৮৮ মিনিটে| অফসাইড নাহলে মোহনবাগান জিতেই মাঠ ছাড়তে পারত|. প্রথমার্ধে মোহনবাগান যদি বিরতির পরের খেলাটা খেলতে পারত তাহলে প্রায় ১৯ হাজার দর্শক হাসি মুখে ঘরে ফিরতে পারতেন| আগামী

 ২ তারিখ মোহনবাগান ট্রাক্টরের বিরুদ্ধে খেলবে| যারা নিঃসন্দেহে দুর্দান্ত দল| ফলে মোলিনাকে অনেকটাই হোম ওয়ার্ক সেরে নামতে হবে| খেলার পর মোহন জনতা মোলিনা গো ব্যাক স্লোগান তুলতে শুরু করলেন| কারণ ডুরান্ড ফাইনাল নিয়ে এদিনের ম্যাচ ধরে তাঁর টিম তিন ম্যাচে জয়ের মুখ দেখল না|

আরও পড়ুন:  Kolkata 25K: শহরে বিশ্বের ধনীতম আন্তর্জাতিক দৌড়, অভাবনীয় পুরস্কারমূল্য ! নাম নথিভুক্ত করিয়েছেন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *