NOW READING:
Mohun Bagan: জামশেদপুরকে উড়িয়ে মগডালে উঠে পড়ল দুরন্ত মোহনবাগান
November 23, 2024

Mohun Bagan: জামশেদপুরকে উড়িয়ে মগডালে উঠে পড়ল দুরন্ত মোহনবাগান

Mohun Bagan: জামশেদপুরকে উড়িয়ে মগডালে উঠে পড়ল দুরন্ত মোহনবাগান
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাক্কা ১২ দিনের বিরতির পর আইএসএলে নেমে আগুনে ফুটবল খেলল মোহনবাগান (Mohun Bagan SG) | শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে হোসে মোলিনার টিম ৩-০ গোলে জামশেদপুর এফসিকে উড়িয়ে চলে গেল লিগ টেবলের শীর্ষে|

আরও পড়ুন-যশস্বীর বিশ্বরেকর্ড! ভারতের সঙ্গে ইংল্যান্ড কোচকেও টপকে গেলেন, লেখা হল নতুন ইতিহাস

শেষ দুই ম্যাচে ১০ গোল হজম করা জামশেদপুর যেন শুরু থেকেই যেন কোথাও একটু পিছিয়ে ছিল| আর সেই ফায়দাই নিল মোহনবাগান| শনিবার সন্ধ্যায় ম্যাচের ১৫ মিনিটে কর্নার পায় মোহনবাগান। আর সেখান থেকেই চলে আসে প্রথম গোল| এই গোল একককথায় টিমগেম|  দিমিত্রি পেত্রাতোসের ভাসানো কর্নার জামশেদপুর ফুটবলাররা ক্লিয়ার করে দিলেও, বিপদমুক্ত করতে পারেননি। বক্সের ঠিক বাইরে সেই বল চলে যায় দীপক টাঙরির পায়ে। চলতি বলেই গোল লক্ষ্য করে জোরাল শট নেন টাঙরি। তবে বক্সের মধ্যে বাধা পেয়ে বল উঠে যায় বেশ উঁচুতে। সেখান থেকে রডরিগেজ আলতো হেডে বল নামান|  সেই বল ধরে টম আলড্রেডে নিখুঁত ফিনিশে জামশেদপুরের জালে জড়িয়ে দেন।

এই গোলের ঠিক ১০ মিনিটের মধ্যে ওপেন নেট মিস করেন জেমি ম্যাকলারেন| নাহলে স্কোরলাইন ২-০ হয়ে যেত| তবে প্ৰথমার্ধের অতিরিক্ত সময়ে চলে আসে দ্বিতীয় গোল| বিরতির ঠিক আগেই গ্যালারির মন ভরিয়ে দিলেন লিস্টন কোলাসো| একক দক্ষতায় একাধিক ডিফেন্ডারকে ইনস্টেপ-আউটস্টেপ কাটিয়ে নয়নাভিরাম গোল উপহার দিলেন গোয়ানিজ মিডফিন্ডার|

ম্যাচের ৭৫ মিনিটে চলে আসে সবুজ-মেরুনের  তৃতীয় গোল| দীপক লম্বা পাস ধরে মনবীর সিং গোলের লক্ষ্যে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন| জামশেদপুরের আগুয়ান গোলরক্ষক অ্যালবিনো গোমেজকে ইনস্টেপে পরাস্ত করে মাইনাস করেন ম্যাকলরেনকে| অজি গোলমেশিন ফটো ফিনিশ করতে কোনও ভুল করেননি| ৮৩ মিনিটে কোলাসোর গোল বারে লেগে ফিরে না আসলে মেরিনার্স ৫-০ গোলে জিততে পারত| ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে মোহনবাগান এখন আইএসএলে সবার উপরে চলে গেল| সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট বেঙ্গালুরু এফসি-রও| তবে গোল পার্থক্যে এগিয়ে ম্যাকলারেনরা|

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link