কলকাতা: বুধবার সন্ধ্যা থেকেই সমস্যাটা অল্পবিস্তর টের পাচ্ছিলেন কেউ কেউ। কিন্তু রাতের দিকে সেই সমস্যাই বাড়াবাড়ি আকার ধারণ করল। আচমকা কাজ করা থামিয়ে দিল ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) ও হোয়্যাটসঅ্যাপ (WhatsApp) – মেটার (Meta) তিনটি প্রধান প্ল্যাটফর্ম। রাতের দিকে যা নিয়ে হইচই শুরু হয়ে গেল। সমস্যায় পড়লেন গোটা বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী।
আরও পড়ুন: আইপিএলে শাহরুখের সবচেয়ে দামি অস্ত্র, দুরন্ত পারফরম্যান্স করে দলকে তুললেন সেমিফাইনালে
বুধবার সন্ধ্যার পর থেকেই অনেক ব্যবহারকারী অভিযোগ করছিলেন যে, ফেসবুক ও ইনস্টাগ্রাম মন্থর গতিতে চলছে। সমস্যায় পড়েছিলেন অনেকেই। তবে ভারতীয় সময় রাত পৌনে এগারোটা নাগাদ আচমকাই কাজ করা সম্পূর্ণ বন্ধ করে দেয় মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তো বটেই, হোয়াটসঅ্যাপের মতো ভীষণ কাজের অ্য়াপও স্তব্ধ হয়ে যায়।
🚨WhatsApp, Instagram, and Facebook Down!
Meta’s platforms, including WhatsApp, Instagram, and Facebook, are experiencing major outages, leaving users unable to access the services! pic.twitter.com/Yt5RmuflMF
— Update NEWS (@UpdateNews724) December 11, 2024
হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠানো বা ডাউনলোড করা যাচ্ছে না। ফেসবুকে কোনও স্টেটাসও শেয়ার করা যাচ্ছিল না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম স্বাভাবিক পরিস্থিতিতে ফেরেনি। ছবি, ভিডিও বা স্টেটাস শেয়ার করতে গিয়ে বিশ্বের কোটি কোটি মানুষ সমস্যায় পড়ছেন।
#BREAKING: Several popular apps, including Facebook, Instagram, WhatsApp, and Facebook Messenger, experienced widespread outages, as reported by DownDetector. https://t.co/yklypuUeOB
— FOX 11 Los Angeles (@FOXLA) December 11, 2024
অনেক গ্রাহকই অভিযোগ করেন যে, হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠাতে পারছেন না তাঁরা। পাচ্ছেন না গুরুত্বপূর্ণ অনেক মেসেজও। অনেকে ফেসবুকে লগ ইন করতে গিয়েও সমস্যায় পড়েন। ছবি আপলোড করা বা লেখা এডিট করার মতো প্রাথমিক কাজও করা যাচ্ছিল না। যা বিশ্বজুড়ে সকলের কাছেই ভীষণ বিরক্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন