ABP Ananda LIVE: নীতি-আয়োগের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর (mamata banerjee)ওয়াকআউট । মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, ওয়াকআউট মমতার । ৫ মিনিটেই মাইক ‘বন্ধ’, মাঝপথেই বেরিয়ে এলেন মমতা । বক্তব্য শেষের আগেই ৫ মিনিটের মধ্যে মাইক বন্ধের অভিযোগ । চন্দ্রবাবু নায়ডুকে ২০ মিনিট বলতে দেওয়ার অভিযোগ মমতার । ‘বঞ্চনার কথা বলার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে’। ‘আর কখনও নীতি-আয়োগের বৈঠকে আসব না’। নীতি-আয়োগের বৈঠকে অপমানের অভিযোগে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর । অন্ধ্র, অসম, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীদের কথা বলতে যথেষ্ট সময় দেওয়ার অভিযোগ। ‘বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলাম’। ‘আরও কিছু কথা বলতে চেয়েছিলাম, বলতে দেওয়া হয়নি’। ‘সব বিরোধী দলের হয়ে কথা বলেছি’। ‘বাংলাকে অপমান মানে সব আঞ্চলিক দলকে বঞ্চনা’। মোদির নীতি-আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে দাবি মুখ্যমন্ত্রীর। নীতি-বৈঠকে গরহাজির বাম-কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা, গেলেন না হেমন্ত সোরেনও।



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *