NOW READING:
Merchant Navy Husband Murder: মেয়েকে জন্মদিনের সারপ্রাইজ দিতে লন্ডন থেকে ফিরে বউ আর তাঁর প্রেমিকের হাতে ১৫ টুকরো…
March 19, 2025

Merchant Navy Husband Murder: মেয়েকে জন্মদিনের সারপ্রাইজ দিতে লন্ডন থেকে ফিরে বউ আর তাঁর প্রেমিকের হাতে ১৫ টুকরো…

Merchant Navy Husband Murder: মেয়েকে জন্মদিনের সারপ্রাইজ দিতে লন্ডন থেকে ফিরে বউ আর তাঁর প্রেমিকের হাতে ১৫ টুকরো…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশায় তিনি মার্চেন্ট নেভি অফিসার। বাড়ি উত্তর প্রদেশের মিরাটে। এবার তারই দেহ মিলল মোট ১৫টি টুকরোতে। নৃশংস, হাড়হিম করা ঘটনা। গোটা ঘটনার নেপথ্যে নেভি অফিসারের স্ত্রী এবং তাঁর প্রেমিক। পুলিস সূত্রে জানা গিয়েছে, দেহগুলিকে কেটে কেটে একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

জানা গিয়েছে, মৃত সৌরভ রাজপুত ২০১৬ সালে প্রেম করে বিয়ে করেছিলেন মুসকান রাস্তোগিকে। কিছু বছর পরই তাঁদের ফুটফুটে কন্যাসন্তানও হয়। সৌরভ পেশায় মার্চেন্ট নেভির অফিসার ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর নাকি সেই কাজও ছেড়ে দিয়েছিলেন তিনি। তারফলে একপ্রকার রেগে গিয়েছিলেন সৌরভের পরিবার। সবকিছু ছেড়ে স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ। ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের। 

তারপর থেকেই তাঁদের এই সম্পর্কে আসে নতুন মোড়। ধীরে ধীরে তিক্ত হতে থাকে তাঁদের সম্পর্ক। জানা গিয়েছে, সৌরভেরই এক বন্ধু সাহিল শুক্লার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরে। সেই কারণে দু’জনের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। সেই কারণেই ফের নেভি জয়েন করেছিলেন সৌরভ। 

ফেব্রুয়ারি মাসে মেয়ের জন্মদিন ছিল। তার কারণেই বাড়িতে ফেরেন সৌরভ। এবং তখনই প্রেমিক সাহিলের সঙ্গে স্বামীকে খুনের ছক কষে ছিলেন স্ত্রী মুসকান। পুলিসের মতে মার্চের ৪ তারিখ খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ছিলেন স্ত্রী। তারপর চাকু দিয়ে কেটে ফেলে। তারপর ছোট ছোট টুকরো করে একটি ড্রামের মধ্যে ঢুকিয়ে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। যখন খোঁজ পাওয়া যাচ্ছিল না সেই সময় সৌরভের বাড়ির থেকে পুলিসে এফআয়আর করা হয়। তখন তদন্তে স্ত্রী এবং তাঁর প্রেমিককে ধরা হয়। তখনই স্বীকারোক্তি করে স্ত্রী মুসকান। এর পরই মৃত যুবকের দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ৷ সৌরভের স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে৷

ঘটনার পর যখন মুসকানের পরিবারের সঙ্গে কথা বলা হয় তখন তাঁরা স্পষ্টত জানিয়েদেন। ঘটনায় মেয়েরই দোষ। এই ঘটনায় মেয়ের ফাঁসির সাজা চেয়েছেন তাঁরা।        

আরও পড়ুন: ‘ভালোবাসায় অন্ধ ছিল সৌরভ, ও তো আমাদেরও সন্তান’, স্বামীহন্তা নিজের মেয়ের ফাঁসি চাইলেন মুসকানের বাবা-মা!

আরও পড়ুন: ‘খুব তাড়াতাড়িই আসবে এখানে, আমরা তখন সামোসা পার্টি দেব!’, গুজরাতে সুনীতার পরিবারে হুল্লোড়…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link