কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের আবহ রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সকলেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় খোদ পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের বাড়িতে ছুটে যান বৃহস্পতিবার। সেখানে বুদ্ধদেবের পরিবারের সঙ্গে কথা বলেন। শহর কলকাতার পুলিশ কমিশনার, মুখ্যসচিব, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে বুদ্ধদেবের শেষযাত্রার সব কিছু যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়, তা দেখার নির্দেশ দিয়েছেন মমতা। (Mamata Banerjee)

এদিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে মারা যান বুদ্ধদেব। বুদ্ধদেবের প্রয়াণে শোকপ্রকাশ করেন মমতা। বুদ্ধদেবের প্রয়াণে তিনি মর্মাহত বলে জানান। এর পর বেলা বাড়লে পাম অ্যাভিনিউয়ে বুদ্ধদেবের ফ্ল্যাটে পৌঁছন মমতা। সেখানে পরিবারের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। মমতা জানান, সকাল থেকেই যোগাযোগ রাখছিলেন তিনি। সিপিএম পিস ওয়র্ল্ডে বুদ্ধদেবের দেহ রাখার সিদ্ধান্ত নিয়েছে। চাইলে রবীন্দ্রসদন বা নন্দনেও দেহ রাখা যেতে পারে বলে। তবে শেষ পর্যন্ত সিপিএম যা চাইবে, তা-ই হবে বলে জানান তিনি। (Buddhadeb Bhattacharjee Demise)

মমতা জানান, এ নিয়ে রবীনদেবের সঙ্গে কথা বলেন তিনি। বিধানসভাতেও একবার বুদ্ধদেবের দেহ নিয়ে যেতে বলেছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও কথা বলেছেন সিপিএম নেতৃত্বের সঙ্গে। মমতা বলেন, “দীর্ঘদিনের জনপ্রতিনিধি বুদ্ধদেববাবু। মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক দফতরের মন্ত্রী ছিলেন। ওঁর মৃত্যু রাজ্যের জন্য ক্ষতি। অনেক বার ওঁর সঙ্গে কথা হয়েছে। যত বার হাসপাতালে ভর্তি হয়েছেন, আমরা দেখতে গিয়েছি। সবসময় সুস্থ হয়ে ফিরেছেন, যা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল। ওঁর মৃত্যুর বয়স হয়নি। অন্য সমস্যা ছিল। শ্বাসকষ্ট হতো। বউদি জানালেন, আজ সকালেও ব্রেকফাস্টের পর শ্বাসকষ্টে হঠাৎ চলে গিয়েছেন।”

মমতা আরও বলেন, “আমি ওঁর পরিবার, মীরা বৌদি, সুচেতন, সিপিএম, বামফ্রন্ট এবং সহনাগরিকদের সকলকে সমবেদনা জানাই। ওঁ অনেক অবদান, এটা সেই আলোচনার জায়গা নয় যদিও। আসুন প্রার্থনা করি, ওঁর আত্মা শান্তি পাক। মারা গেলেই জীবন শেষ হয়ে যায় না, কাজের মধ্যে দিয়ে মানুষের মনে থেকে যান। বার বার এই বাংলার মাটিতেই ফিরে আসুন আপনি।”

ওয়র্ল্ড ট্রাইবাল ডে উপলক্ষে ঝাড়গ্রামে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে মমতার। অন্য কর্মসূচি হলে বাতিল করতে পারতেন। কিন্তু এই কর্মসূচিতে যেতেই হচ্ছে বলে জানান মমতা। তবে বুদ্ধদেবের প্রয়াণে তাঁর মধ্যে অন্য রকম অনুভূতি হচ্ছে, সকালে অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন বলেও জানান। ফিরহাদ,অরূপ, সিপি, সিএস-এর উদ্দেশে জানান, সিপিএম বুদ্ধদেবের দেহ মিছিল করে নিয়ে গেলে, তাঁর দেহদানের ক্ষেত্রে  কোথাও যেন কোনও অসুবিধা না হয়, তা দেখতে হবে। আগামী কাল রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে, গান স্যালুটে বুদ্ধদেবকে শেষ বিদায় জানানো হবে বলেও জানান মমতা। 

বুদ্ধদেবের স্মৃতিচারণ করতে গিয়ে মমতা বলেন, “অনেক ব্যক্তিগত কথা আছে, আজ সেটা বলার দিন নয়। কখনও সময় পেলে নিশ্চয়ই বলব। আজ পরিবারের পাশে থাকার দিন। ওদের দল নেতাকে হারিয়েছে। অন্য় দল করলেও, ওদের প্রতি সম্পূর্ণ সমবেদনা রয়েছে। আমি যখন আসতাম, যতদিন ভাল ছিলেন, গল্প করতেন, অনেক কথা বলতেন। সেগুলো ব্যক্তিগত স্তরেই, বাইরে আনতে চাই না।”

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee: নেতাদের মাতব্বরি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, জমি বিতর্ক…৩৪ বছরের বাম সাম্রাজ্যের পতন নিয়ে যা বলেছিলেন বুদ্ধদেব

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *