Mamata Banerjee on Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্তিত মমতা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিষেকের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশ (Bangladesh) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কোনও ধর্মের উপর আঘাত মেনে নেওয়া যায় না, সেটা অন্যদেশে হলেও প্রতিবাদ করি, প্রতিবেশী দেশ প্রসঙ্গে এই কথাই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানান যে এটি ভারত সরকারের বিদেশ মন্ত্রকের বিষয়। এব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনও এক্তিয়ার নেই বলেও জানিয়ে দেন তিনি।
বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে সমর্থন করবেন। সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী। বুধবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক শেষ করে বেরনোর পর বাংলাদেশ ইস্যু নিয়ে বলেন, ‘এটা রাজ্যের বিষয় নয়, দেশের বিষয়। দেশবাসী কেন্দ্র সরকারকে ম্যানডেট দিয়েছে, এবং এটা কেন্দ্রের সিদ্ধান্ত। তবে, আন্তর্জাতিক ইস্যুতে কেন্দ্র সরকার যে অবস্থান নেবে সেই অবস্থানকে দলগতভাবে সমর্থন করবে তৃণমূল। তবে যে ঘটনা ঘটেছে তা একেবারেই সমর্থনযোগ্য নয়, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা।’
আরও পড়ুন- ISKCON in Bangladesh: বাংলাদেশে ইস্কনের কাজে নিষেধাজ্ঞা? গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের…
বৃহস্পতিবার বাংলাদেশ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তবে এই প্রথম নয়, এর আগে বাংলাদেশে হাসিনা সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না। ওটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। তবে কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখট করে সেক্ষেত্রে আমরা আশ্রয় দেব। কারণ এক্ষেত্রে রাষ্ট্রসঙ্ঘের অঙ্গীকার রয়েছে, কেউ যদি উদ্বাস্তু হয়ে আসেন সেক্ষেত্রে পাশ্ববর্তী এলাকা তাঁকে সম্মান জানাবে।’
প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোমবার গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর মঙ্গলবার তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার চিন্ময় দাসের আদালতে পেশের আগে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। পুলিসের প্রিজন ভ্যান প্রায় তিন ঘণ্টা আটেক রাখে বিক্ষোভকারীরা। আদালত চত্বর থেকে চিন্ময়কে নিয়ে বের হতে গেল শুরু হয়ে যায় সংঘর্ষ। পুলিস টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় মৃত্যু হয় সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের।
আরও পড়ুন- Chinmoy Krishna Das Arrest: ভারত আগে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিক, পরে জ্ঞান দেবে: বাংলাদেশের বোমা…
এর পাশাপাশি বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ হাইকোর্ট ইস্কনের কার্যকলাপে নিষেধাজ্ঞা আরোপের জন্য স্বতঃপ্রণোদিত হয়ে কোনও আদেশ জারি করতে বারণ করেছে। আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিন শুনানির সময়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চের সামনে প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হয়। আদালত আশা প্রকাশ করেছে যে সরকার দেশের মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করার পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে যথাযথ সতর্কতা অবলম্বন করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)