Sagar Dutta Medical College: ‘থ্রেট কালচার’ মামলায় স্বস্তি! ৬ পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি হাইকোর্টের.

Estimated read time 1 min read
Listen to this article


অর্ণবাংশু নিয়োগী: সাগর দত্ত মেডিক্যাল কলেজে ‘থ্রেট কালচার’। ৬ ডাক্তারি পড়ুয়াকে এবার পরীক্ষা বসার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, আদালতে নির্দেশে ক্লাসও করতে পারবেন তাঁরা, তবে হস্টেলে যেতে পারবেন না।

আরও পড়ুন:  Mamata Banerjee on Bangladesh: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, চিন্তিত মমতা…

ঘটনাটি ঠিক কী? আরজি কর কাণ্ডে পর রাজ্যের বিভিন্ন সরকারি কলেজেই থ্রেট কালচারের অভিযোগ উঠেছে। ব্য়তিক্রম নয় সাগর দত্ত মেডিক্যাল কলেজও। থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগের ১১ জন পড়ুয়ার কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ। যাঁদের মধ্য়ে ৬ জন ডাক্তারি পড়ুয়া, আর ৫ জন ইন্টার্ন। 

এদিকে কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা কারণের ৬ ডাক্তারি পড়ুয়ার পরীক্ষা নিয়ে জটিলতার তৈরি হয়। হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে জটিলতা কাটল। ওই ৬ পড়ুয়ার পরীক্ষায় বসতে আর কোনও বাধা রইল না। 

এর আগে, এই থ্রেট কালচারের অভিযোগের প্রেক্ষিতে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল সাগর দত্ত মেডিক্যালে। কবে? ৪ সেপ্টেম্বর। সেই বৈঠককে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। প্রিন্সিপালের ঘরে রীতিমতো তাণ্ডব চলে।

এদিকে আরজি কর থ্রেট কালচারের অভিযোগে ৪৭ জন চিকিত্‍সককে সাসপেন্ড করেছিল কলেজ কর্তৃপক্ষ। কিন্তু সেই সাসপেনশন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।  বিচারপতি কৌশিক চন্দের অবসরকালীন বেঞ্চের নির্দেশ,  ‘স্বাস্থ্য দফতরের নির্দেশ ছাড়া সাসপেবশন বা বহিষ্কার কার্যকর করা যাবে না। রাজ্য সরকার সিদ্ধান্ত না নিলে ৫ অক্টোবরের সিদ্ধান্ত কার্যকর নয়’।

আরও পড়ুন:  Firhad Hakim | Agnimitra Paul: ‘ওই আসনটাও থাকবে না!’,অগ্নিমিত্রাকে সরাসরি তৃণমূলে আসার আহ্বান ববির…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours