কলকাতা: এবার কুণালের নেতৃ্ত্বে চাকরিপ্রার্থীদের ‘হাইকোর্ট-চলো’! মামলার ‘ফাঁসে’ আটকে চাকরি, দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ। ২০১৬-র SLST শারীর-কর্ম শিক্ষায় চাকরিপ্রার্থীদের মিছিল। রানি রাসমণি অ্যাভিনিউয়েই মিছিল আটকে দিল পুলিশ।
এদিন কুণাল ঘোষ বলেন, ‘এরা হচ্ছে SLST ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন। এরা যোগ্য। পুরো দস্তুর যোগ্য। এদের কোনও সিবিআই নেই। সুপ্রিম কোর্টে সম্পর্ক নেই। রাজ্য সরকার, এদের দাবিতে সাড়া দিয়ে, সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছেন। কিন্তু বিকাশ ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে, এদের নিয়োগ আটকে রেখেছে।…অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপ করা উচিত।’
আরও পড়ুন, ‘বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-তে যাবে..’ !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন