শীতের মধ্যেই মাথা কামিয়ে চাকরি প্রাপকদের প্রতিবাদ কলকাতায়, ‘যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা হোক..’
কলকাতা: আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা। পাশাপাশি, নবান্ন এবং SSC ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে তাঁদের তরফে। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তাঁরা। দাবি, ‘যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।’
এর আগে ২০২৩ সালে মাথা কামিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল চাকরিপ্রার্থীদের। এবার একই পথে চাকরিপ্রাপকরা।চাকরিপ্রাপকরা স্পষ্ট বলেছেন, ‘এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না, আমাদের অপরাধটা কোথায় ? নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে,আমাদের একটা অপরাধ, সেটা হচ্ছে ২০১৬ সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য’ ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরিপ্রাপকদের।
আরও পড়ুন, ‘মমতার অপদার্থতায় খুন..’ ! মালদার নিহত TMC নেতার প্রশংসায় শুভেন্দু
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন