ABP Ananda Live: নিয়োগের দাবিতে এবার ধর্মতলায় নার্সদের অবস্থান-বিক্ষোভ। অভিযোগ, ২ বছরের বেশি নিয়োগ বন্ধ। অথচ কুড়ি হাজারের বেশি প্রশিক্ষিত নার্স পাস করে নিয়োগের অপেক্ষায় আছেন। শেষ যাঁদের নিয়োগ করা হয়, তাঁদেরকেও বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। ফলে হাসপাতালের ওয়ার্ডে নার্সদের ঘাটতি একই রয়ে গেছে। এর প্রতিবাদে আজ দিনভর ধর্মতলায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে নার্সেস কমিউনিটির তরফে অবস্থান বিক্ষোভ চলবে। এরপর স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা আছে বিক্ষোভকারীদের।
ডোমকলে পুলিশের হাতে ‘আক্রান্ত’ গবেষক
ডোমকলে পুলিশের হাতে ‘আক্রান্ত’ গবেষক! গবেষককে থানার মধ্যে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ব্যাঙ্কের পাস বই হারানোর অভিযোগ জানাতে গিয়ে ‘আক্রান্ত’ গবেষক। ডোমকল থানার এসআই উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ।