NOW READING:
কলকাতায় ইডির অভিযান, গ্রেফতার সঞ্জয় সুরেকা
December 18, 2024

কলকাতায় ইডির অভিযান, গ্রেফতার সঞ্জয় সুরেকা

কলকাতায় ইডির অভিযান, গ্রেফতার সঞ্জয় সুরেকা
Listen to this article


ED Raid: ১৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাছ থেকে ৬ হাজার কোটি প্রতারণার অভিযোগ ব্যাঙ্ক দুর্নীতি মামলায়। গ্রেফতার কনকাস্ট স্টিলের কর্ণধার সঞ্জয় সুরেকা। গতকাল কলকাতা থেকে শহরতলি, একযোগে ১০টি জায়গায় অভিযান চালায় ইডি। সঞ্জয় সুরেকার বাড়ি থেকে উদ্ধার সাড়ে চার কোটি টাকার সোনার গয়না। বাজেয়াপ্ত একাধিক বিদেশি গাড়ি। নিজের অফিসের কর্মীদের নামে অ্যাকাউন্ট খুলে টাকা ঘোরানোর অভিযোগ ধৃত শিল্পপতির বিরুদ্ধে। 

 

ED-র মামলায় জামিন পেলেও, এবার, CBI-এর জালে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে নিজেদের হেফাজতে নিল CBI. মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ CBI-এর একটি টিম প্রেসিডেন্সি সংশোধনাগারে যায়। রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আনা হয় জোকা ESI হাসপাতালে। সেখানেই মেডিক্য়াল বোর্ড গঠন করে তাঁর স্বাস্থ্য় পরীক্ষা করা হয়। রাত ২.২৬ মিনিট নাগাদ তাকে নিয়ে আসা হয় নিজাম প্য়ালেসে। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সুজয়কৃষ্ণ ভদ্র।



Source link