NOW READING:
কাঁকুলিয়া রোডে ভয়াবহ আগুন, কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম?
November 22, 2024

কাঁকুলিয়া রোডে ভয়াবহ আগুন, কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম?

কাঁকুলিয়া রোডে ভয়াবহ আগুন, কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম?
Listen to this article


Kolkata Update: কালিকাপুর, লর্ডসের মোড়, নিমতলার পরে এবার কাঁকুলিয়া রোড। বালিগঞ্জ স্টেশনের কাছে কাঁকুলিয়া রোডে ঝুপড়িতে আগুন। ৬টি বাড়ি পুড়ে ছাই। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। বন্ধ বাড়িতে প্রদীপ, ধূপ থেকেই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান। কাঁকুলিয়া রোডে ভয়াবহ আগুন, কী বলছেন মেয়র ফিরহাদ হাকিম? 

 

মেডিক্যাল কলেজের পর এবার নার্সিং হস্টেল চত্বরে গভীর রাতে বহিরাগতদের দাপাদাপি। ফের প্রশ্নে হাসপাতাল চত্বর ও ডাক্তার-নার্সদের নিরাপত্তা। বাঁকুড়া মেডিক্যালের নার্সিং হস্টেল চত্বরে গভীর রাতে বহিরাগতদের দাপাদাপির ভিডিও ভাইরাল। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মোবাইল ফোন চুরি করে হস্টেল চত্বরে ঢুকে পড়ে চোর তাকে ধরতেই বহিরাগতরা নার্সিং হস্টেল চত্বরে ঢুকে পড়ে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষ।  মার্কিন মুলুকে চাপ বাড়ল আদানির । ‘ঘুষকাণ্ডে শিল্পপতি সহ সাত জনকে গ্রেফতার করা হবে’ । প্রয়োজনে আদানিদের প্রত্যর্পনে ভারত সরকারের সঙ্গে কথা বলবে মার্কিন প্রশাসন’ । জানালেন নিউ ইয়র্ক ইস্ট ডিস্ট্রিক্টের অ্যাটর্নি যোশিতা সিংহ। ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য আদানির বিরুদ্ধে আধিকারিকদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ। 



Source link