প্রকাশ সিনহা, কলকাতা : সাতসকালে কলকাতা, হাওড়া-সহ ৩টি জায়গায় ইডি তল্লাশি। ৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় ইডি-র তল্লাশি। হাওড়ায় ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা। দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে, দাবি ইডি-র। এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেকাকে গ্রেফতার করেছে ইডি।
৬ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার একটা অভিযোগ ছিল। এবং সেই টাকা কোথায় গেল, সেই খোঁজ যখন ইডি আধিকারিকরা নিতে যান, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে একাধিক সংস্থার নাম সামনে আসে। এবং সেই কোম্পানিগুলির একটি কোম্পানির ডিরেক্টর হচ্ছেন দীপক জৈন।এদিকে এদিন সাতসকালে ইডির তল্লাশির খবর পেয়ে বাইরে বেরিয়ে এসেছেন প্রতিবেশীরা।
সাংবাদিক: দাদা, এই দীপক জৈন, আপনার প্রতিবেশী। উনি কী করেন ?
প্রতিবেশী: কোনও একটা কোম্পানিতে চাকরি করেন।
সাংবাদিক: ইডি বলছে, তিনি একটা কোম্পানির ডিরেক্টটর..
প্রতিবেশী: জানা নেই। হতে পারে..
অর্থাৎ প্রতিবেশীরা জানেন যে, দীপক জৈন চাকরি করেন। কিন্তু ইডি তরফে বলা হয়েছে, তিনি একটি কোম্পানির ডিরেক্টর। আর এখানেই আসছে প্রশ্ন। তাহলে কি কোনও ভুয়ো কোম্পানি খোলা হয়েছিল ? এবং চাকরির নামে তাঁকে ডিরেক্টর বানিয়ে দেওয়া হয়েছিল ?
আরও পড়ুন, বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু, কী জানা গেল পোস্টমর্টেম রিপোর্টে ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন