NOW READING:
Banglar Bari | KMC Budget: এবার শুধু গ্রাম নয়, শহরেও তৈরি হবে ‘বাংলার বাড়ি’! কলকাতা পুরসভার বড় ঘোষণা…
February 20, 2025

Banglar Bari | KMC Budget: এবার শুধু গ্রাম নয়, শহরেও তৈরি হবে ‘বাংলার বাড়ি’! কলকাতা পুরসভার বড় ঘোষণা…

Banglar Bari | KMC Budget: এবার শুধু গ্রাম নয়, শহরেও তৈরি হবে ‘বাংলার বাড়ি’! কলকাতা পুরসভার বড় ঘোষণা…
Listen to this article


KMC Budget: মুখ্যমন্ত্রীর ‘পথেই’ মেয়র! মমতার ‘পথেই’ ফিরহাদ! রাজ্য বাজেটের মতো-ই কলকাতা পুরসভার বাজেটেও ২০২৫-২৬ অর্থবর্ষে জোর দেওয়া হয়েছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে। ‘বাংলার বাড়ি’ তৈরি করার জন্য শহর কলকাতার ১৬টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। বাজেটে বাড়ানো হয়েছে বোরো ফান্ড-ও। ২৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বোরো ফান্ডে। চলুন একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন জায়গা চিহ্নিত করা হয়েছে ‘বাংলার বাড়ি’ তৈরি করার জন্য-

(১) ৩, ৩/১, ৩/১/১, জে কে ঘোষ রোড, রসগোল্লা পট্টি, ওয়ার্ড নং-৩, বোরো-১।

(২) ৪৬ নং অরফ্যানগঞ্জ বাজারের নিকট, ওয়ার্ড নং-৭৪, বোরো নং-৯।

(৩) ২, লালবাগান রোড, ওয়ার্ড নং-১৫, বোরো নং-২।

(৪) রতনবাবু ঘাটের নিকট, ওয়ার্ড নং-১, বোরো নং-১।

(৫) ৩৪, উপেন্দ্রচন্দ্র ব্যানার্জী রোড, ওয়ার্ড নং-৩০, বোরো নং-৩।

(৬) ৭, ক্যানাল ইস্ট রোড, ওয়ার্ড নং-১৩, বোরো নং-৩।

(৭) ৩২, জাজেস কোর্ট রোড, ওয়ার্ড নং-৭৪, বোরো নং-৯।

(৮) শশী শেখর ড্রেনেজ পাম্পিং স্টেশনের নিকট, ওয়ার্ড নং-৭৩, বোরো নং-৯।

(৯) গায়ত্রী ঘাট, ওয়ার্ড নং-৭১, বোরো নং-৯।

(১০) ৩, চিত্তরঞ্জন কলোনী, ওয়ার্ড নং-১০২, বোরো নং-১২।

(১১) ৫, হেমচন্দ্র নস্কর রোড, ওয়ার্ড নং-৩৪, বোরো নং-৩।

(১২) ৮৩ এ, বাগমারি রোড, হরিজন বস্তি, ওয়ার্ড নং-৩২, বোরো নং-৩।

(১৩) দিলারজং রোড, লকগেট ব্রিজের নিকট, ওয়ার্ড নং-৬, বোরো নং-১।

(১৪) চারুর মাঠ, ৩/১/১, ৩/২, মুখার্জী পাড়া, ওয়ার্ড নং-৮৩, বোরো নং-৮।

(১৫) ৮, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, ওয়ার্ড নং-৫১, বোরো নং-৬।

(১৬) কেওড়াপুকুর সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পার্শ্ববর্তী এলাকা, ওয়ার্ড নং-১২৩, বোরো নং-১৬।

প্রসঙ্গত, এবার রাজ্য বাজেটেও বরাদ্দ বেড়েছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের। অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আরও ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

কী এই ‘বাংলার বাড়ি’?
প্রধানমন্ত্রী আবাস যোজনার ধাঁচেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের এই বাংলা আবাস যোজনা। রাজ্যের নিজস্ব এই বাংলা আবাস যোজনার নাম-ই ‘বাংলার বাড়ি’। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুলে ২০২৪-এর ডিসেম্বরে নয়া প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে রাজ্য়ের ২১ জেলায় যোগ্য় দাবিদার পরিবারকে দুই কিস্তিতে  ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার-ই।

আরও পড়ুন, KMC Budget: কাউন্সিলরদের হাতে বাড়ছে টাকা, কলকাতায় বাড়ি তৈরিতে অনুমোদন ফি হচ্ছে অর্ধেক!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)   





Source link