# Tags
#Blog

বারবার বিপর্যয় থেকে শিক্ষা, বউবাজার এলাকায় পাতালে এই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

বারবার বিপর্যয় থেকে শিক্ষা, বউবাজার এলাকায় পাতালে এই পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের
Listen to this article



<p><strong>অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :</strong> বারবার বিপর্যয় থেকে অবশেষে শিক্ষা নিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড। বউবাজার এলাকায় পাতালে কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত। একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে।&nbsp;</p>
<p>২০১৯-এর ৩১ অগাস্ট, ২০২২-এর ১১ মে… তারপর চলতি বছরের সেপ্টেম্বর। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য, এইভাবে বারবার বিপর্যয়ের মুখে পড়েছে বউবাজার। যে আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেননি দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা। প্রশ্নের মুখে পড়ে যায় মেট্রো প্রকল্পের একাংশের ভবিষ্যৎ। আর এই প্রেক্ষাপটেই আগামীদিনে কোনওরকম বিপদ এড়াতে বউবাজার এলাকায়, কংক্রিটের সুড়ঙ্গের মধ্যেই বসানো হচ্ছে লোহার পাত।<strong><br /></strong><strong><br /></strong>KMRCL সূত্রে খবর, মাটির নীচে একটি সুড়ঙ্গে ১০৮ মিটার ও অন্য সুড়ঙ্গে ৯২ মিটার লোহার পাত বসানো হচ্ছে।</p>
<p><strong>ITD কর্তা </strong>রূপক সরকার বলেন, ‘২টো টানেলে ১০০ শতাংশ সম্পূর্ণ করতে পেরেছি। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সমীক্ষা করি। যে, কোথাও কোনো সমস্যা রয়ে গেছে কি না। তাও কোথাও অল্প সন্দেহ থাকলেই, সেখানে আমরা ভেতর থেকে টানেলের মধ্যে স্টিল প্লেট দিয়ে বিশেষভাবে তৈরি করা রিং সেই জায়গায় লাগিয়ে দিচ্ছি। ‘&nbsp;&nbsp;</p>
<p>২০১৯-এর ৩১ অগাস্ট এই সুড়ঙ্গেই জল ও কাদা ঢুকে যাওয়ার বিপর্যয় ঘটেছিল। বড় বড় ফাটল দেখা দিয়েছিল বহু বাড়িতে। ধসে পড়েছিল অনেক বাড়ি। এরপর গত সেপ্টেম্বর মাসেও, নির্মীয়মাণ টানেলের একাংশের দেওয়াল ফেটে জল ঢুকতে শুরু করায়, ফের ব্যাহত হয় কাজ। আতঙ্ক দেখা দেয় এলাকাবাসীর মধ্যে। সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই, কংক্রিটের সুড়ঙ্গে বসানো হচ্ছে লোহার পাত। <br /><br />গত শনিবার সেই কাজ খতিয়ে দেখেন কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার – পি উদয় রেড্ডি। এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর CPRO কৌশিক মিত্র বলেন, "উনি বৌবাজার টানেল পরিদর্শন করেছেন। সেখানে আমাদের বারবার সমস্যা হচ্ছিল। বিশেষজ্ঞদের দল নিয়ে সেখানটা তিনি পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা এই কংক্রিটের টানেলের নীচে আয়রন টানেল আমরা বসাচ্ছি। যাতে এবার থেকে আমাদের এসপ্ল্যানেড থেকে শিয়ালদা ট্রেন চলাচল খুব দ্রুত আমরা শুরু করতে পারি।"&nbsp; &nbsp;&nbsp;<br /><br />মেট্রো সূত্রে খবর, ৩-৪ মাসের মধ্যে বউবাজারে সুড়ঙ্গের পুরো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।<br /><br /><strong>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে" href="https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y" target="_blank" rel="nofollow noopener">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে</a>&nbsp;</strong></p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal