পুদুচেরি : ঘূর্ণিঝড় ফেনজালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু পুদুচেরি উপকূলের কাছে। আগামী তিন-চার ঘণ্টায় তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অতিক্রম করবে ফেনজাল। এমনই জানিয়েছে IMD। এই ঘূর্ণিঝড়ের প্রত্য়ক্ষ প্রভাব না হলেও পরোক্ষ প্রভাব পড়েছে রাজ্য়ে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যায়.। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিও হয়।
ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। জানান দিচ্ছে আসন্ন ঘূর্ণিঝড়। যার জেরে চেন্নাইয়ে ব্যাহত ট্রেন ও বিমান পরিষেবা। তামিলনাড়ুর রাজধানী শহরে ইতিমধ্যেই একাধিক বাড়ি ও হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। তামিলনাড়ুর একাধিক জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল ও কলেজ। শতাধিক মানুষকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
প্রতিবেশী পদুচেরিতেও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিচু এলাকায় বসবাসীকারী মানুষজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকী প্রশাসনের তরফ থেকে এসএমএস পাঠিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে।
The Cyclonic Storm “FENGAL” [pronounced as FEINJAL] over Southwest Bay of Bengal moved westwards with a speed of 7 kmph during past 6 hours and lay centred at 1430 hours IST of today, the 30th November 2024 over the same region near latitude 12.3°N and longitude 80.5°E, about 50… pic.twitter.com/01vtHdZoWJ
— India Meteorological Department (@Indiametdept) November 30, 2024
এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় হায়দ্রাবাদেও ২০টি উড়ান বাতিল করা হয়েছে। চেন্নাই ও তিরুপতি থেকে এবং ওই দুই জায়গা-গামী উড়ান বাতিল করা হয়েছে। চেন্নাইয়ে মারিনা ও মামাল্লাপুরমের মতো সমুদ্র সৈকতে যাতে সাধারণ মানুষ এই মুহূর্তে না যেতে পারেন, তারজন্য সেখানে পুলিশ প্রশাসনের তরফে ব্যারিকেড করে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে একটি মর্মান্তিক ঘটনাও ঘটে গেছে। চেন্নাইয়ের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক পরিযায়ী শ্রমিকের।
বঙ্গে প্রভাব
সকাল থেকেই মেঘলা আকাশ। কোথাও কোথাও আবার বৃষ্টি, আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘ফেঞ্জল’ এর কারণে শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হয়েছে হালকা বৃষ্টি। তবে এর ফলে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে কলকাতার। যদিও আবহাওয়া দফতর বলছে ৬ ডিসেম্বর থেকেই ফের পারদ পতন হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন