# Tags
#Blog

। কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে

। কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে
Listen to this article


ABP Ananda Live: রোগী কল্যাণ সমিতিতে বড় রদবদল, কোপে সুদীপ্ত-শান্তনু। সুদীপ্ত রায়ের বদলে আর জি করে সরকারি প্রতিনিধি অতীন ঘোষ। কলকাতা মেডিক্যাল কলেজ থেকেও ছেঁটে ফেলা হল সুদীপ্তকে। সুদীপ্তের জায়গায় কলকাতা মেডিক্যালে সরকারি প্রতিনিধি শশী পাঁজা । শান্তনু সেনের জায়গায় এনআরএসে সরকারি প্রতিনিধি সুপ্তি পাণ্ডে । বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ। মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পাণ্ডে । ২৪টি মেডিক্যাল কলেজ-হাসপাতালে সরকারি প্রতিনিধির ঘোষণা।

 

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।

‘আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে’, আদালতে জানাল সিবিআই। ‘CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই’, আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর

‘জেল হেফাজতে নেওয়ার প্রয়োজন কি ? কোনও নতুন তথ্য সিবিআই দেখাতে পারেনি’, আদালতে সওয়াল অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। ‘সরকারি চাকুরে পালানোর বিষয় নেই’, আদালতে সওয়াল অভিজিতের আইনজীবীর। ‘অবশ্যই পালানোর সম্ভাবনা আছে, অন্য কেসে পুলিশ কমিশনারকে পাইনি’, আদালতে পাল্টা সওয়াল সিবিআইয়ের। 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal