NOW READING:
ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে গেলেন ৩ শ্রমিক, লেদার কমপ্লেক্সে উত্তেজনা, শুরু উদ্ধারকার্য
February 2, 2025

ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে গেলেন ৩ শ্রমিক, লেদার কমপ্লেক্সে উত্তেজনা, শুরু উদ্ধারকার্য

ম্যানহোল পরিষ্কার করতে নেমে তলিয়ে গেলেন ৩ শ্রমিক, লেদার কমপ্লেক্সে উত্তেজনা, শুরু উদ্ধারকার্য
Listen to this article


কলকাতা: কলকাতা লেদার কমপ্লেক্সে হাইড্রেন পরিষ্কার করতে গিয়ে তলিয়ে গেলেন KMDA-র তিন শ্রমিক। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমে প্রথমে একজন তলিয়ে যান। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকি দু’জন তাঁর খোঁজে হাইড্রেনে নামেন। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে রয়েছে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। (Kolkata News)

রবিবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রথমে এক শ্রমিক ম্যানহোলে নামেন। দীর্ঘ ক্ষণ তিনি উঠছেন না দেখে বাকিরা ম্যানহোলে নামেন। তাঁরাও তলিয়ে যান। তিন জন ম্যানহোলে পড়ে যাওয়ার পর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নীচে থেকে কোনও শব্দও পাওয়া যাচ্ছে না। তাই আশঙ্কা গাঢ় হচ্ছে। কিন্তু আশা ছাড়ছেন না কেউ। তাই জোরকদমে উদ্ধারকার্য চলছে। স্থানীয় কর্মী, দমকল বিভাগ কলকাতা পুলিশের একটি দল উদ্ধারকার্য চালাচ্ছে। দড়ি বেঁধে নামানো হয়েছে এক উদ্ধারকর্মীকে। বাঁশ বেঁধে সাপোর্ট তৈরি করা হয়েছে। (Leather Complex)

ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। কিন্তু উদ্ধারকার্য চালাতে সমস্যা হচ্ছে। কারণ যে ম্যানহোলে তলিয়ে গিয়েছেন তিন শ্রমিক, সেটি প্রায় ১০ ফুট গভীর। পাশাপাশি, বিভিন্ন রাসায়নিকের তীব্র দুর্গন্ধ ভেসে আসছে। বিষাক্ত গ্যাসও থাকতে পারে বলে আশঙ্কা। তাই উদ্ধারকার্য চালাতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। 

তিন শ্রমিককে ফারজেম, হাসি এবং সুমন পোদ্দার নামে চিহ্নিত করা গিয়েছে। জানা গিয়েছে, প্রথমে ফারজেম ম্যানহোলে নামেন। তিনি ফিরছেন না দেখে হাসি নামেন। তিনিও পিরছেন না দেখে নামেন সুমন। তিন জনই ফিরছেন না দেখে বাকি শ্রমিকরা স্থানীয়দের জানান। খবর যায় লেদার কমপ্লেক্স থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং স্থানীয় মানুষজন।

কিন্তু ওই তিনজন যেভাবে ম্যানহোলে আটকে গিয়েছেন, তাতে উদ্বিগ্ন সকলে। ট্যানারি অঞ্চলের সমস্ত বর্জ্য ওই ম্যানহোল দিয়েই নিষ্কাশন করা হয়। ভিতরে বিষাক্ত গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। তাই তাঁরা কী অবস্থায় রয়েছে, বুঝে উঠতে পারছেন না কেউ। শুধু তাই নয়, প্রচুর জল জমে ছিল। তার পর উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়। 

ঘটনাস্থলে ভিড় জমা হয়েছে। ম্যানহোলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। শ্রমিকদের সরানো হচ্ছে পুলিশের তরফে। নিখোঁজ তিন শ্রমিকের পরিচয় জানার কাজ শুরু হয়েছে। যোগাযোগের চেষ্টা চলছে তাঁদের পরিবারের সঙ্গে। তিন শ্রমিককে উদ্ধার করে এনে যত দ্রুত সম্ভব হাসপাতালে পাঠানো যায়, তার চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় কর্মীরা জানিয়েছেন, সকলেই উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন। বিধায়ককে জানানো হয়েছে, তিনিও পরিস্থিতি খতিয়ে দেখছেন। ওই ম্যানহোল দীর্ঘদিনের। অনেক দিন পরিষ্কার হয়নি। তাই ওই তিন জন শ্রমিক নেমেছিলেন। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও, কলকাতা লেদার কমপ্লেক্সে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা সামনে আসে। আবারও এই ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন শ্রমিকদের ম্যানহোলে নামানো অব্যাহত রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

আরও দেখুন



Source link