<p>ABP Ananda Live: কলকাতায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ জনের। পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড। ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে বাড়ির ৪ তলায় আগুন। ২ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, পরে হাসপাতালে মৃত্যু। উত্তর কলকাতার ৬৫ নম্বর পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে শ্রীবিহারীজি আর্কেড বিল্ডিংয়ের চারতলায় আগুন লাগে। দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আজ সকালে ওই বাড়ির বাসিন্দা ২ পুরোহিতকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বল ঘোষণা করা হয়। ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের কারণ জানতে ফরেন্সিক পরীক্ষা হবে বলে জোড়াবাগান থানার পুলিশ জানিয়েছে। ওই বিল্ডিংয়ের অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, খতিয়ে দেখছে দমকল।</p>
Source link
পাথুরিয়াঘাটা স্ট্রিটে কাপড়ের গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ জনের
