জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে তাঁকে একজন অভিনেতা, ফ্যাশন ডিজাইনার, ব্যবসায়ী হিসেবে চেনে। সম্প্রতি তাঁর এক মন্তব্য হইচই ফেলে দিয়েছিল পাকিস্তানে। এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘ভারতে মানুষ অনেক সুখী। ওখানকার মানুষ মনখুলে হাসতে পারে। মহিলারা রাস্তায় নির্ভয় চলাফেরা করে, বাইক চালাতে পারে, সাইকেল চালিয়ে কাজে যেতে পারে। ফুচকাওয়ালার হাতেও ট্যাব দেখা গিয়েছে। মানুষের জীবন অনেক গতিময়।’ তাঁর ওই মন্তব্যের পর সোশ্য়াল মিডিয়ায় তাঁকে ঘিরে ট্রোলের বন্যা বয়ে যায়। ওইসব সমালোচনাকে পরোয়া করেননি দীপক পারওয়ানি। কারণ তিনি দেশের এক সেলিব্রিটি। অবশ্য তাঁর আরও পরিচয় রয়েছে।
আরও পড়ুন-সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস এইসব জেলায়, জাঁকিয়ে শীত ফের কবে?
দীপক দীপক পারওয়ানি পাকিস্তানের এক নামি ফ্যাশন ডিজাইনার। ১৯৭৪ সালে জন্মেছিলেন সিন্ধের এক হিন্দু পরিবারে। মাত্র ২০ বছর বয়স থেকেই তিনি ব্যবসায় নেমে পড়েন। কিছুদিনের মধ্যে তৈরি করে ফেলেন তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘ডিপি’। ব্রাইডাল ও ফরম্যাল কুর্তা তৈরিতে তাঁর নাম পাকিস্তানজুড়ে। কাজ করেছেন মার্সিডিজ বেঞ্জ, হুগো বস, বেনসন হেজেসের মতো ব্র্যান্ডের সঙ্গে। তাঁর দখলেই রয়েছে দুনিয়ার সবচেয়ে বড় কুর্তা তৈরির রেকর্ড।
পাকিস্তানে হিন্দুদের কেমন তা দুনিয়া জানে।এরকম এক পরিস্থিতিতে হাজারও প্রতিকুলতা পেরিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন দীপক পারওয়ানি। ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি পাকিস্তানি শো বিজ ইনডাস্চ্রিজও তাঁকে এক ডাকে চেনে। দেশের জনপ্রিয় ড্রামা সিরিয়াল মেরে পাস পাস, পঞ্জাব নেহি যাউঙ্গি, কাদুরতের মত ধারাবাহিকে সুনামের সঙ্গে কাজ করেছেন পারওয়ানি। ২০২২ সালের একটি হিসেব অনুযায়ী বছরে তিনি ৭১ কোটি টাকা আয় করেন। তাঁকে মনে করা হয় পাকিস্তানের সবচেয়ে ধনী হিন্দু।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)