NOW READING:
KKR vs RCB IPL 2025 Weather Forecast: টিকিট তো কেটে ফেলেছেন, আদৌ ইডেনে খেলা হবে তো? শনির কলকাতায় ধেয়ে আসছে…
March 20, 2025

KKR vs RCB IPL 2025 Weather Forecast: টিকিট তো কেটে ফেলেছেন, আদৌ ইডেনে খেলা হবে তো? শনির কলকাতায় ধেয়ে আসছে…

KKR vs RCB IPL 2025 Weather Forecast: টিকিট তো কেটে ফেলেছেন, আদৌ ইডেনে খেলা হবে তো? শনির কলকাতায় ধেয়ে আসছে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক দু’দিন। আগামী ২২ মার্চ আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। উত্তেজনার পারদ তুঙ্গে। বল গড়ানোর তর সইছে না দুই দলের সমর্থকদের। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

শুধুই তো আর কেকেআরের হয়ে গলা ফাটানো নয়, রয়েছে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠান। শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সুরের সাগরে ডোবার সঙ্গেই থাকবে দিশা পাটানির (Disha Patani) আগুনে সেঁকার সুযোগ। পঞ্জাবি জনপ্রিয় গায়ক করণ আউজলাও (Karan Aujla) মঞ্চ মাতাবেন। দুরন্ত আইপিএল প্য়াকেজ দেখতেই, মানুষ পকেটের কথা না ভেবে টিকিট কেটে ফেলেছেন। কিন্তু এখন প্রশ্ন একটাই- আদৌ ইডেনে শনিবার খেলা হবে তো? আবহাওয়া কিন্তু মোটেই সুবিধার ঠেকছে না। রাজ্যে বৃহস্পতিবার, আজ থেকেই হাওয়া বদলাবে। রবিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণে। ওদিকে উত্তরে সোমবার পর্যন্ত বৃষ্টি। নামবে পারদ, ফিরবে স্বস্তি। 

হাওয়া অফিসের আপডেট বলছে, শনিতে ঝড়-বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান ও কেকেআর-আরসিবি ম্যাচ। কলকাতায় এদিন বিকেল বা রাত থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। খেলার দিন কলকাতাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল-সন্ধ্যের  দিকে। তবে কেকেআর ভক্তরা চাইবেন বরুণ দেব যেন ম্যাচ চলাকালীন দাপুটে ব্যাটিং না করেন। অতীতেও একাধিকবার কলকাতায় আইপিএল চলাকালীন ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। দেখতে গেলে কালবৈশাখীর সময়েই আইপিএল শুরু হয়।

আইপিএলে কেকেআরের সূচি নিশ্চয়ই দাগানো হয়ে গিয়েছে। রাহানেরা দ্বিতীয় ম্যাচ খেলবেন ২৬ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুয়াহাটিতে। কেকেআরের তৃতীয় ম্যাচ ৩১ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়াদের ঘরের মাঠে। এরপর ৩ এবং ৬ এপ্রিল পরপর ঘরের মাঠে কেকেআর খেলবে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠে কেকেআরের চলতি মরসুমের তৃতীয় ম্যাচ নিয়েই এখন তৈরি হয়েছে সংশয়! অর্থাত্‍ কেকেআর বনাম এলএসজি ম্যাচ সরতে পারে ইডেন থেকে! রামনবমীর কারণে কলকাতা পুলিশ এই ম্যাচের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নাও দিতে পারে, ফলে এই খেলা ওই দিন না হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।   

আরও পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!

আরও পড়ুন: আমিরকে বিয়ের সঙ্গেই সঞ্জয়ের সঙ্গে…! আইপিএলের আগেই সুন্দরী মালকিনের বড় রহস্য ফাঁস

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link