দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: গত বছরের আইপিএল চ্যাম্পিয়ন তাঁর দল। কেকেআরের সেই কোচ চন্দ্রকান্ত ওরফে চন্দু পণ্ডিত এখন খোশ মেজাজে। ইডেনে অনুশীলন শুরুর প্রথম দিনেই স্ট্যান্ডে কেকেআরের সুপার ফ্যানকে দেখে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছিলেন। বোঝা গিয়েছিল ২০২২ সাল থেকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ রয়েছেন মেজাজে। থাকবেন না-ই বা কেন! গত বছর বলিউড বাদশা শাহরুখ খানের দল পন্ডিতের কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে দীর্ঘ দশ বছর বাদে। কিন্তু তার আগের বছর পন্ডিতের কোচিংয়ে দশ দলের আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। কিন্তু গত বছর পণ্ডিতের কোচিংয়ে দল চ্যাম্পিয়ন হলেও সাফল্যের পুরোভাগে ও প্রচারে ছিলেন কেকেআর মেন্টর গৌতম গম্ভীর। প্রচারের প্রদীপের তলায় অন্ধকারের মতো থেকে গিয়েছিলেন চন্দ্রকান্ত।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
নতুন মরসুমে সেই মেন্টর গৌতম গম্ভীর দলে নেই। তিনি এখন সামলাচ্ছেন ভারতীয় দল। সেই গৌতম গম্ভীরকে নিয়ে এখন কোনও আলোচনাতেই রাজি নয় কেকেআর শিবির। আইপিএল শুরুর আগে সাংবাদিক সম্মেলনে গম্ভীর নিয়ে প্রশ্ন উঠতেই কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত স্পষ্ট জানিয়ে দিলেন, ‘গম্ভীর নিয়ে কোনও আলোচনা নয়। বরং বর্তমান পরিস্থিতি নিয়েই যেন প্রশ্ন করা হয়’।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকেছিল কেকেআর ম্যানেজমেন্ট। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ছাড়াও হাজির ছিলেন নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো, অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কিকে প্রশ্ন করা হয়, ‘গতবার দলকে চ্যাম্পিয়ন করা মেন্টর গম্ভীরকে মিস করবেন’? কিন্তু নাইট সহ-অধিনায়ক কিছু বলার আগেই তাঁর হাত থেকে মাইক নিয়ে নেন পণ্ডিত। বলেন, ‘বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করুন। অতীত নিয়ে কোনও কথা নয়। সবাইকে স্বাভাবিক রাখার চেষ্টা করুন’। অর্থাৎ, ‘প্রাক্তন’ হয়ে যাওয়া গম্ভীরকে নিয়ে আলোচনা করতে নারাজ পণ্ডিত।
কেকেআর কোচের আরও বক্তব্য, ‘আমরা যতটা সম্ভব কঠিন খেলব যতটা সম্ভব সিরিয়াস। আমাদের মূল গ্রুপ রয়েছে। সাপোর্ট স্টাফ পরিবর্তন করা হয়েছে। তাঁরা সবাই নিজেদের মতো করে খেলা বুঝতে পেরে অভিজ্ঞ। এই মরসুম আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে না। অজিঙ্ক রাহানে অতীতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন, বেঙ্কটেশ আইয়ার সঙ্গে রয়েছে। আমরা তৈরি। জোশ আমাদেরও আছে। বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা দুজনেই ভাল ছন্দে রয়েছে। ওরা কেকেআরের জন্যও ভাল করবে বলে আমাদের বিশ্বাস। আমাদেরও নারিন আছে। এই মিলিত আত্মবিশ্বাস নিয়েই আমরা বিস্ফোরণের অপেক্ষায় রয়েছি’।
আরও পড়ুন: IPL 2025: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের কোচ হলেন বলিউড স্টার!
আরও পড়ুন: Rohit Sharma Future: ২০২৭ বিশ্বকাপে খেলবেন রোহিত? এই একজনের উপরই সব! সব প্রশ্নের উত্তর জানুন সবার আগে..
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল).