সুকান্ত মুখোপাধ্যায়, পহেলগাঁও: পহেলগাঁওকাণ্ডের (Kashmir Terror Attack) সাতদিনের পার। এখনও অধরা জঙ্গিরা। হামলাকারী জঙ্গিদের স্কেচ সামনে এসেছে। তবে তারপরেও ধরা পড়েনি কেউ।
এখনও অধরা জঙ্গিরা: ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল। সাত দিন আগের এমনই এক মঙ্গলবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল ২৬টি প্রাণ। সেই ঘটনায় চার জঙ্গি জড়িত বলে জানা যায়। ইতিমধ্যেই সামনে এসেছে তাদের স্কেচ। বিভিন্ন জঙ্গল-সহ স্থানীয়দের বাড়িতে ঢুকে তল্লাশি চালাচ্ছে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনা বাহিনী। কিন্তু ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও কেই গ্রেফতার হয়নি। এই আবহে মাথাচাড়া দিচ্ছে ২টি সম্ভাবনা। এক, তবে কি কাশ্মীরের উপত্য়কাতেই কোথাও লুকিয়ে রয়েছে জঙ্গিরা? নাকি পাক অধিকৃত কাশ্মীরে পালিয়ে গিয়েছে তারা? জঙ্গিদের ধরতে ইতিমধ্য়েই চলছে তল্লাশি অভিযান। অন্য়দিকে সীমান্তবর্তী এলাকাগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে।
আরও দেখুন