নয়াদিল্লি: ভারত-পাক অশান্তি, প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠক প্রতিরক্ষামন্ত্রীর। সকাল ১১ নাগাদ মোদি-রাজনাথ বৈঠকের সম্ভাবনা। নির্লজ্জ পাকিস্তান, পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতরাতে কুপওয়াড়া, পুঞ্চ জেলার কাছে গুলিবর্ষণ পাক সেনার। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা, পাল্টা জবাব ভারতীয় সেনারও।
আরও পড়ুন, আজ হাইকোর্টে টেট মামলার শুনানি, প্রমাদ গুনছেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক !
আরও দেখুন