NOW READING:
পুলিশের নথিতেই মনোজিতকে প্রভাবশালী ‘তকমা’, অভিযুক্তের বিরুদ্ধে আরও ধারা যোগ
July 2, 2025

পুলিশের নথিতেই মনোজিতকে প্রভাবশালী ‘তকমা’, অভিযুক্তের বিরুদ্ধে আরও ধারা যোগ

পুলিশের নথিতেই মনোজিতকে প্রভাবশালী ‘তকমা’, অভিযুক্তের বিরুদ্ধে আরও ধারা যোগ
Listen to this article



<p><strong>পার্থ প্রতিম ঘোষ কলকাতা:</strong> আদালতে জমা দেওয়া পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা। কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। আবেদন মঞ্জুর হওয়ায় যুক্ত করা হয় ৬টি নতুন ধারা।&nbsp;</p>
<p>কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে পুলিশের তরফে আরও ধারা যুক্ত করার আবেদন জানানো হয়। আবেদন মঞ্জুর হওয়ার পর এবার যুক্ত করা হল ৬টি নতুন ধারা। এর মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। সব মিলিয়ে কসবাকাণ্ডে মোট ৯টি ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি জামিন অযোগ্য ধারা। এর পাশাপাশি, আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।&nbsp; অন্যদিকে, সাউথ ক্যালকাটা ল&rsquo; কলেজে গণধর্ষণকাণ্ডে আরও একজন সরকারি আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার।&nbsp; স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>কসবা গণধর্ষণকাণ্ডে ধৃত চারজনকেই ফের পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত। মঙ্গলবার সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেন, "অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে পারিপার্শ্বিক তথ্য়প্রমাণ হুবহু মিলে যাচ্ছে। অভিযোগকারিণী অসুস্থ হয়ে পড়লে, ইনহেলার দিয়ে, তাঁকে সুস্থ করে, ফের যৌন নির্যাতন চালানো হয়। এর থেকেই বোঝা যাচ্ছে অভিযুক্তরা কতটা বেপরোয়া ছিল।" এই সওয়ালে ভর করেই, মনোজিৎ মিশ্র-সহ কসবা গণধর্ষণকাণ্ডে মঙ্গলবার ধৃত চারজনকে ফের পুলিশ হেফাজতে পাঠানোর পক্ষে সওয়াল করেন সরকারি আইনজীবী। ধৃত তৃণমূলকর্মী মনোজিৎ মিশ্রর আইনজীবী জামিনের আবেদন করেননি। তবে তিনি আদালতে বলেন, "এটা একটা ষড়যন্ত্র। তবে আমরা তদন্তে সহযোগিতা করতে চাই।”</p>
<p>কসবায় আইন কলেজে গণধর্ষণকাণ্ডে অবশেষে টনক নড়ল রাজ্য বার কাউন্সিলের। চেয়ারম্যান অশোক দেবের ডাকে আজ বিকেলে জরুরি বৈঠকে বসছেন বার কাউন্সিলের সদস্যরা। সূত্রের খবর, গণধর্ষণকাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী হিসেবে এনরোলমেন্ট থাকবে কি না, তা নিয়ে আলোচনা করা হবে। মনোজিৎ মিশ্র পেশায় আইনজীবী। গণধর্ষণকাণ্ডের পর চাপের মুখে পড়েই মনোজিতের রেজিস্ট্রেশন বাতিল করা নিয়ে আলোচনায় বসতে চলেছে রাজ্য বার কাউন্সিল।</p>



Source link