কলকাতা: আলোচনা চেয়ে সরকারের বার্তার পর এবার পাল্টা শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctor Agitation)। মুখ্যসচিবের চিঠির পাল্টা ইমেল করলেন আন্দোলনকারীরা। বৈঠকে যেতে রাজ্য সরকারকে ৪ শর্ত দিলেন জুনিয়র ডাক্তাররা।
পাল্টা শর্ত আন্দোলনকারীদের: আলোচনা চেয়ে জুনিয়র ডাক্তারদের কড়া চিঠি দেন মুখ্যসচিব। স্মরণ করান সুপ্রিম কোর্টের কাজে যোগ দেওয়ার নির্দেশও। এদিন সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দিতে আহ্বান জানান তিনি। এর প্রেক্ষিতে পাল্টা ইমেল পাঠান জুনিয়র ডাক্তাররাও। ওই ইমেলে চার দফা দাবি জানিয়েছেন তাঁরা। যেখানে বলা হয়েছে। নবান্নের বৈঠকে অন্তত ৩০জন প্রতিনিধিকে যেতে দিতে হবে। পুরো বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। শুধু ৫ দফা দাবি নিয়েই আলোচনা করতে হবে। পুরো বৈঠক করতে হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।
মঙ্গলবারই নবান্নে আসার বার্তা দেওয়া হয় সরকারের তরফে। যে বার্তা নিয়ে একাধিক আপত্তির কথা জানান আন্দোলনকারীরা। গতকালের ওই মেল করেছিলেন স্বাস্থ্যসচিব। জুনিয়র ডাক্তাররা প্রশ্ন তোলেন, যাঁর পদত্যাগ চেয়ে স্বাস্থ্যভবন অভিযান তাঁর থেকে কেন মেল। কেন মেলে শুধুমাত্র স্যার সম্বোধন করা হয়েছে তা নিয়েও আপত্তির কথা জানান তাঁরা। পাশাপাশি, তাঁদের অভিযোগ ছিল ওই মেলে উল্লখ করা ছিল না বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন কিনা। কেন ১০ বা তার কম সংখ্যক প্রতিনিধির কথা বলা হয়, তা নিয়েও সরব হন আন্দোলনকারীরা। এরপর এদিন জুনিয়র ডাক্তাররা জোড়া ইমেল করেন মুখ্যমন্ত্রীকে। স্বাস্থ্যভবনের সামনে অবস্থানের ২৪ ঘণ্টা পর বুধবার বিকেলে নবান্নে আসার বার্তা দিয়ে চিঠি দেন মুখ্যসচিব। সন্ধে ৬টায় নবান্নে বৈঠকের ‘সুযোগ’ দিয়ে জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয়। পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দেওয়া হয় ওই চিঠিতে।
ওই চিঠিতে বলা হয়, ‘প্রতিনিধি দলে থাকতে পারবেন ১২ থেকে ১৫ জন। ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আইন মান্যকারী হিসেবে প্রত্যেকেরই উচিত সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা। দুর্ভাগ্যজনক ভাবে সেটা এখনও দেখা যায়নি। আশা করি শুভবুদ্ধির উদয় হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত কাজ শুরু করবেন। বৈঠকের জন্য আপনাদের আরও একটা সুযোগ দিচ্ছি।’ এই বার্তার প্রেক্ষিতে ফের ৪ শর্ত দিয়ে ইমেল পাঠালেন জুনিয়র ডাক্তাররা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: R G Kar Protest: ‘ডাক্তারদেরও ঘেরাওয়ের অধিকার সংবিধান আমাদের দিয়েছে’ হুঙ্কার তৃণমূল বিধায়কের
আরও দেখুন