<p><strong>কলকাতা:</strong> খেলাপ্রেমী থেকে নিত্যযাত্রী, সকলের জন্যই সুখবর। এবার জোকা-এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডরে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। একদিকে IIM জোকা, অন্যদিকে, ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রোর রুট। ১৪. ১ কিলোমিটারের জায়গায় এবার করিডরের দূরত্ব বেড়ে ১৮ কিলোমিটার হল।</p>
<p>মেট্রো যাত্রীদের জন্য সুখবর। জোকা-এসপ্ল্যানেড রুটে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। মেট্রো রেল সূত্রে খবর, একদিকে IIM জোকা, অন্যদিকে, ইডেন গার্ডেন্স পর্যন্ত বাড়ল মেট্রোর রুট। পার্পল করিডর জোকা-এসপ্ল্যানেড রুটে আগে একদিকের শেষ স্টেশন এসপ্ল্যানেড। তবে এবার প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে মেট্রো যাবে ইডেন গার্ডেন্স পর্যন্ত। ইডেন গার্ডেন্সের নামেই করা হবে সেই স্টেশনের নামকরণ। বাবুঘাটের কাছাকাছি এলাকায় তৈরি হবে স্টেশন। দূরপাল্লারর বাস ধরতে এখানে প্রচুর লোক আসে, খেলাধুলো করতে আসে লোকজন, সুবিধা হবে। এই রুটে অন্য়দিকের শেষ স্টেশন আগে ছিল জোকা। সেখানেই, এবার IIM জোকা পর্যন্ত প্রায় ১.২ কিমি অতিরিক্ত পথ যাবে মেট্রো। এই করিডরের দূরত্ব যেমন আগে যেখানে ছিল ১৪.১ কিলোমিটার, তা এবার বেড়ে হল ১৮ কিলোমিটার। </p>
<p>এদিকে মেট্রো রেলের সম্প্রসারণের কাজের জেরে ভুগছে ময়দানের শতাব্দী প্রাচীন চার ক্লাব। জোকা থেকে বিবাদী বাগ রুটে ইতিমধ্যেই তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাকি অংশের কাজ এখনও চলছে। যার জেরে আপাতত বাস্তুচ্যুত হতে হয়েছে খিদিরপুর ক্লাব, পুলিশ এসি ক্লাব রাজস্থান ক্লাব ও ক্যানেল ক্লাবকে। অস্থায়ীভাবে এই চারটি ক্লাবকে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পিছনে, ময়দানেরই এক কোনে কন্টেনারে ঠাঁই দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সেখানেই কোনওরকমে কাজ চালাতে হচ্ছে। খিদিরপুর ক্লাবের সেক্রেটারি অমিতাভ বিশ্বাস বলেন, "টিনের কন্টেনারে গরম হচ্ছে। মেট্রো বলেছে এসি ব্যবস্থা করবে। নতুন জায়গা লোকজন চিনতে পারছে না। তবে বৃহত্তর স্বার্থে অসুবিধা হলেও মানিয়ে নেব।”<u> </u>আড়াই বছরের মধ্যে কাজ শেষ করে ফের পুরনো জায়গায় ফেরানো হবে চার ক্লাবকে, আশ্বাস দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে সেই সময় আরও দীর্ঘায়িত হবে বলেই আশঙ্কা করছে ক্লাব কর্তৃপক্ষ। <strong><br /></strong></p>
<p><strong>আরও পড়ুন: <a title="Howrah Train Cancel: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন" href="https://bengali.abplive.com/district/eastern-railway-howrah-train-cancel-may-effect-passengers-1124768" target="_self">Howrah Train Cancel: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা, হাওড়া ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন</a></strong></p>
Source link
যাত্রীদের জন্য সুখবর, কলকাতা মেট্রোর এই রুটে বাড়ছে আরও দুই স্টেশন

+ There are no comments
Add yours