# Tags
#Blog

তাঁর এক ঝলক দেখা মাত্রই উঠল জনরোল, কড়া নিরাপত্তার মাঝে রাঁচিতে ভোট দিলেন সস্ত্রীক ধোনি

তাঁর এক ঝলক দেখা মাত্রই উঠল জনরোল, কড়া নিরাপত্তার মাঝে রাঁচিতে ভোট দিলেন সস্ত্রীক ধোনি
Listen to this article


রাঁচি: তিনি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতীয় দলের জোড়া বিশ্বজয়ী অধিনায়ক। গোটা দেশজুড়েই তাঁর জনপ্রিয়তার জুড়ি মেলা ভার। ফের একবার ধোনির জনপ্রিয়তার প্রমাণ মিলল। আজ, ১৩ নভেম্বর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটদান। সেখানে ধোনি ভোট দিতে গেলেই হুলুস্থুলু বেঁধে যায়।

স্ত্রী সাক্ষীকে নিয়ে ঝাড়খণ্ডের এক বুথে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে হাজির হন ধোনি। কিন্তু তাঁকে দেখামাত্রই ভোটকেন্দ্রের বাইরে হুড়োহুড়ি পড়ে যায়। ধোনিকে কড়া নিরাপত্তা বলয়ের মাঝে বুথে প্রবেশ করতে দেখা যায়। তাঁকে দেখামাত্রই সমস্ত ক্যামেরা তাঁর দিকে ধেয়ে আসে। কিংবদন্তি ক্রিকেটারকে এক ঝলক দেখার জন্য সমর্থকদের মধ্যেও ধাক্কাধাক্কির শুরু হয়ে যায়, প্রবল জনগর্জনও উঠে। সেইসব এড়িয়েই কোনওরকমে বুথে প্রবেশ করে ভোটদান করেন ধোনি। 

 

 

প্রসঙ্গত, মহেন্দ্র সিংহ ধোনি কিন্তু ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের এবারের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও বটে। মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবি কুমার জানিয়েছিলেন বিধানসভা ভোটে তাঁর ছবি ব্যবহারে ধোনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। রাঁচিতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে কে রবি কুমার বলেন, “নির্বাচন কমিশনকে তাঁর ছবি ব্যবহারে সম্মতি দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। অন্যান্য বিষয়ের জন্য আমরা তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছি। ভোটারদের সংহতির জন্য কাজ করবেন ধোনি।”

Systematic Voters Education and Electoral Participation বা SWEEP-এর আওতায় ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলার কর্মসূচিতে কাজ করবেন ধোনি। বৃহৎ সংখ্যায় ভোটদানে ভোটারদের উৎসাহিত করতে মাহির ভাবমূর্তি যথাযথভাবে ব্যবহার করতে চাইছে কমিশন। তাঁর আবেদন ভোটারদের কাছে তুলে ধরা হবে। নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুপুর তিনটে পর্যন্ত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ৫৯.২৮ শতাংশ ভোট পড়েছে। তবে ধোনি ভোট দিলেও রাজধানী রাঁচিতেই দুপুর তিনটে পর্যন্ত সবচেয়ে কম, ৫৩.৪০ শতাংশ ভোট পড়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটের মাঝেই রাহুল, সূর্যকুমারকে স্বাগত জানিয়ে বিশেষ বার্তা অধিনায়ক রিজওয়ানের 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal