# Tags
#Blog

প্রায় ২০০ টি ফোনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশে, এখান থেকে সিম কার্ড কিনেছেন কি ?

প্রায় ২০০ টি ফোনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশে, এখান থেকে সিম কার্ড কিনেছেন কি ?
Listen to this article



<p><strong>রাজা চট্টোপাধ্য়ায়, জলপাইগুড়ি:</strong> সিম থেকে OTP ও ব্যাংক জালিয়াতি কাণ্ডের পর্দাফাঁস জেলা পুলিশের। নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু করার অভিযোগ। জলপাইগুড়ির তিন মোবাইল সিমকার্ড ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ।ধৃতদের কাছ থেকে ৩৫ টি সিমকার্ড, পিও এস মেশিন, বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার হয়েছে। এই সিমকার্ড ব্যবহার করে বিভিন্ন সাইবার অপরাধ সংগঠিত করা হত বলে অভিযোগ। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।</p>
<p>অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশের বিশেষ অভিজানে চারটি থানায় মামলা, তিনজন গ্রেফতার।৩৫ টি জাল সিমকার্ড উদ্ধার করা হয়েছে। এরা বাড়ি বাড়ি ঘুরে সিম কার্ড বিক্রি করত। গড়ে এক-দুইবছরে ১০৩০ তে ১৭২ টি ফোনের বিরুদ্ধে কমপ্লেন আসে। সারা ভারতবর্ষ জুড়েই জালিয়াতি ঘটাতো। তদন্ত করে দেখা জায় শুধু জলপাইগুড়ি জেলায় সব থেকে বেশি জাল সিম কার্ড বিক্রি হয়েছে। জেলায় চারটি থানায় কেস করা হয়েছে।</p>
<p>তিনি আরও বলেন, মালবাজার থানা থেকে যে গ্রেফতার হয়েছে, তার থেকে সব থেকে বেশি সিম কার্ড পাওয়া যায়। এরা মূলত সিম থেকে OTP ও ব্যাংক জালিয়াতি করতো, মূলত কলকাতার কল সেন্টার গুলিতে ব্যাবহার হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি। রিমান্ডে নিয়ে জানবো কীকরে তারা এই সিম কলকাতায় পাঠাতো এবং সোর্সটা জানার চেষ্টা করব। মালবাজার থানা থেকে গ্রেফতার অর্নব দত্ত, নাগরাকাটা থানা থেকে গ্রেফতার সুনীল প্রসাদ,মেটেলি থেকে গ্রেফতার নরেন্দ্র ঠাকুর।</p>
<p>আরও পড়ুন, <a title="নৈহাটি যাওয়ার পথে হারাল নিয়ন্ত্রণ, বোঝার আগেই বিকট শব্দ, ভয়াবহ দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে !" href="https://bengali.abplive.com/district/kalyani-expressway-accident-seriously-injured-2-admitted-to-bn-bose-hospital-1121867" target="_self">নৈহাটি যাওয়ার পথে হারাল নিয়ন্ত্রণ, বোঝার আগেই বিকট শব্দ, ভয়াবহ দুর্ঘটনা কল্যাণী এক্সপ্রেসওয়েতে !</a></p>
<p>[yt]https://www.youtube.com/watch?v=gx0rxM5vQ-0[/yt]</p>
<p>একুশ সালে মালদায় ধৃত চিনা নাগরিকের কাজকর্ম &nbsp;উসকে দিয়েছিল ভারতে সাইবার ওয়ারফেয়ারের আশঙ্কা। জাতীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এসেছিল, হান জুনওয়ে ভারত থেকে চিনে ১৩০০টি সিম পাচার করেছেন। সেইসঙ্গে চিনে ১ হাজার জনের ডেটাও পাঠিয়েছেন। &nbsp;মালদা থেকে নাগরিক গ্রেফতার হওয়ার ১৯ দিনের মাথায় প্রতিবেশী জেলা মুর্শিদাবাদে সিম জালিয়াতির অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সামশেরগঞ্জের হাউসনগর বাজারে মোক্তারের দোকানে হানা দিয়েছিল পুলিশ। গোয়েন্দা সূত্রে দাবি, ধৃতের দোকান থেকে বেশ কিছু ভুয়ো সিম উদ্ধার হয়েছিল। মিলেছিল বেশ কিছু আধার ও ভোটার কার্ড। বাজেয়াপ্ত করা হয়েছিল ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, বায়োমেট্রিক স্ক্যানার, ৬টি মোবাইল ও একটি ক্যামেরা।&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal