কলকাতা: ‘গুড় বাতাসা, চড়াম-চড়াম ঢাকের পর এবার Dj’। বঙ্গ রাজনীতিতে এবার ‘Dj’ কালচার ? যাদবপুরকাণ্ডের মধ্যেই এবার সিপিএমকে ‘Dj’ শোনাতে চান কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, ‘পালা পরিবর্তনের পর রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে সিপিএমের বড় বিপদ হতে দেননি মুখ্যমন্ত্রী। এখন সিপিএম নেতাদের Dj শোনার শখ জাগলে শোনানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত শোনাতে চান। সিপিএমের প্রাণ কাঁদছে Dj শোনার জন্য। সিপিএম শুনতে চাইলে পরীক্ষার পর কিছু জায়গায় পার্টি Dj শুনিয়ে দেবে।’
আরও পড়ুন, উচ্চ মাধ্যমিকের শুরুতেই ধর্মঘটের ডাক SFI-র ! ‘প্রভাব পড়বে না পরীক্ষায়’, বললেন সেলিম
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আরও দেখুন