<p>ABP Ananda LIVE: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে পথে বিজেপি। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঠান্ডা করার দাওয়াই বিজেপি বিধায়কের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে এবার পথে নামল বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রিন্স আনোয়ার শা রোড থেকে মিছিল। আদালতের অনুমতিতে মিছিল বিরোধী দলনেতার। যাদবপুরে অশান্তির জন্য বাম ও তৃণমূলকে নিশানা বিজেপির। ব্রাত্য বসু ও ওমপ্রকাশ মিশ্রর গ্রেফতারি দাবি বিজেপির। যাদবপুরকাণ্ডে ফের বামেদের নিশানা দেবাংশু ভট্টাচার্যের। ‘পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চাইলে আমার যেতে আপত্তি নেই’। ‘সিপিএমের বন্ধুরা দেবাংশুকে কেন ডাকা হচ্ছে না অবান্তর প্রশ্ন তুলছেন কেন?’ ‘SFI যে ভুয়ো ছবি দেখিয়েছে তা মিথ্যে প্রমাণ করার কাজ করেছি’। ‘অভিযোগ প্রমাণের দায় অভিযোগকারীর, অভিযুক্তের নয়, এটাই নিয়ম’। পোস্ট তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের। যাদবপুরকাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটেছিল, জানতে ব্রাত্যর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ। </p>
Source link
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যের অভিযোগে পথে বিজেপি
