Job News: লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে এবারে চাকরির সুযোগ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। মোট ২০০ শূন্যপদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। তবে খোদ এলআইসির (LIC HFL Recruitment) দফতরে কাজ নয়, এই নিয়োগ হবে এলআইসির হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থায়। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে হবে এই নিয়োগ (Job News)। এলআইসি হাউজিং ফিনান্স সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন।

শূন্যপদ কত

এলআইসি হাউজিং ফিনান্স সংস্থা এবারে একটি নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। এই সংস্থায় মোট ২০০ জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। নিয়োগের বিস্তারিত তথ্য জানা যাবে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে।

গুরুত্বপূর্ণ দিন

গতকাল ২৫ জুলাই ২০২৪ থেকেই শুরু হয়ে গিয়েছে লাইফ ইনসিওরেন্স কর্পোরেশনের হাউজিং ফিনান্স লিমিটেড সংস্থায় চাকরির প্রক্রিয়া।

এলআইসির এই নিয়োগের জন্য আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ অগস্ট ২০২৪।

এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডে পরীক্ষা হবে সম্ভবত ২৪ সেপ্টেম্বর।

এই পরীক্ষার চূড়ান্ত দিন ঘোষণা হওয়ার পর পরীক্ষার দিনের ৭-১৪ দিন আগে আপনি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৪ অনুসারে ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে করেসপণ্ডেন্স বা ডিস্ট্যান্সের মাধ্যমে কোর্স করে থাকলে সেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।

কম্পিউটার চালানো এবং ব্যবহারের জ্ঞান থাকা আবশ্যিক। উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বা ইনফর্মেশন টেকনোলজি পাঠ্য বিষয়ে থাকতে হবে অথবা কম্পিউটার প্রশিক্ষণের কোনও ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

কীভাবে করবেন আবেদন

এর জন্য প্রথমেই আপনাকে যেতে হবে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট lichousing.com-এ।

এরপরে এই ওয়েবসাইটের হোম পেজেই আপনি দেখতে পারেন Careers ট্যাব।

দেখা যাবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের একটি ট্যাব, সেখানে ক্লিক করতে হবে।

New Registration বাটনে ক্লিক করতে হবে।

লগ ইন করে ফর্ম ফিলাপ করে আবেদনের ফি জমা করে দিতে হবে।

তারপর আবেদনপত্রটি ডাউনলোড করে রেখে দিতে হবে নিজের কাছে।

বেতন কত হবে

এই পদে নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে ৩২ হাজার থেকে ৩৫ হাজার ২০০ টাকার মধ্যে। তবে এখানে কোন শহরে আপনার পোস্টিং হচ্ছে তাঁর উপর আপনার বেতন নির্ভর করবে। এই বেতনের মধ্যে ধরা আছে বেসিক পে, হোম রেন্ট অ্যালাউয়েন্স, পিএফ এবং অন্যান্য সুযোগ সুবিধাও।

আরও পড়ুন: UPSC: আমূল বদলে যাবে পরীক্ষা পদ্ধতি, নিট বিতর্কের পর বড় ঘোষণা UPSC-র

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *